Ukraine War: আমেরিকার পরামর্শ উপেক্ষা, রাশিয়ার তেল কিনছে ভারত

ইউক্রেন যুদ্ধের (Ukraine War) জেরে রাশিয়ার জ্বালানি তেল কিনতে বিশ্বজুড়ে নিষেধাজ্ঞা জারি হচ্ছে। বিশ্বের অন্যতম তেল ও গ্যাস রফতানিকারক দেশ রাশিয়া। তাদের সরবরাহ বন্ধ হতেই…

PM Modi meets Putin

ইউক্রেন যুদ্ধের (Ukraine War) জেরে রাশিয়ার জ্বালানি তেল কিনতে বিশ্বজুড়ে নিষেধাজ্ঞা জারি হচ্ছে। বিশ্বের অন্যতম তেল ও গ্যাস রফতানিকারক দেশ রাশিয়া। তাদের সরবরাহ বন্ধ হতেই জ্বালানি সংকট দেখা দিতে চলেছে। এই অবস্থায় আমেরিকার পরামর্শ উড়িয়ে দিয়ে রাশিয়া থেকে ৩০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল কেনার বিষয়টি চূড়ান্ত করল ভারত সরকার।

রাষ্ট্রয়ত্ত্ব তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এই তেল কেনার বিষয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মস্কো ভারতকে অনেক সস্তা দরে এবং সুবিধাজনক শর্তে তেল বিক্রির প্রস্তাব দেয়। যথারীতি ভারত রাশিয়ার ওই প্রস্তাব লুফে নিতে দেরি করেনি। কারণ ভারতকে তার চাহিদার ৮০ শতাংশ তেল আমদানি করতে হয়। অথচ যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। আমেরিকা অবশ্য ভারতকে রাশিয়া থেকে তেল আমদানি না করার পরামর্শ দিয়েছিল।

এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার। কিন্তু রাশিয়া ভারতকে এর থেকেও অনেক সস্তা দরে এবং সুবিধাজনক তেল বিক্রি করতে রাজি হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভারত আর কোথাও এমন ধরনের সুযোগ পাবে না। তাই রাশিয়ার প্রস্তাব মেনে ভারতে মস্কোর সঙ্গে তেল কেনার বিষয়টি চূড়ান্ত করে ফেলল।

সস্তা দামের কারণে আরও কয়েকটি ভারতীয় সংস্থাও তেল কেনার বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে পারে বলে জানা গিয়েছে।