Pakistan: কোথায় ইমরান খান! শুরু হচ্ছে অনাস্থা ভোট

পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর শনিবার দেশটির সংসদের জাতীয় পরিষদে ভোট। এই অনাস্থা ভোটের উপর নির্ভর করছে ইমরান খান প্রধানমন্ত্রী…

FATF: Pakistan remains on the gray list

পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর শনিবার দেশটির সংসদের জাতীয় পরিষদে ভোট। এই অনাস্থা ভোটের উপর নির্ভর করছে ইমরান খান প্রধানমন্ত্রী থাকবেন কিনা। গুরুত্বপূর্ণ এই অধিবেশন শুরু হয় শনিবার সকালে। শুরুর কিছুক্ষণ পরই অধিবেশন স্থানীয় সময় সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি করা হয়। এই অধিবেশনে মুলতবির আগ পর্যন্ত অধিবেশনে উপস্থিত ছিলেন না ইমরান খান। 

Advertisements

অধিবেশন শুরুর পর সরকারে থাকা পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের ১৫১ সংসদ ছিলেন। কিন্তু ইমরান খানকে দেখা যাননি। বাকিরা বিরোধী দলের নেতা শাহবাজ শরিফের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বিরোধী জোটের নেতা শাহবাজ অনাস্খা ভোটে জয়ী হলেই প্রধানমন্ত্রী হবেন। তাঁর জয় নিশ্চিত বলে ধরা হচ্ছে।