Pakistan: পাক সেনা ঘাঁটিতে বিস্ফোরণের পিছনে কুর্সি দখলের ছক?

যে কোনও পরিস্থিতিতে পাক সেনা (Pakistan) ফের ক্ষমতা দখল করতে পারে। এমনই আশঙ্কা করা হচ্ছে। কারণ, দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী ও নিজ দলের একাংশ…

Massive explosion heard in Sialkot cantonment area

যে কোনও পরিস্থিতিতে পাক সেনা (Pakistan) ফের ক্ষমতা দখল করতে পারে। এমনই আশঙ্কা করা হচ্ছে। কারণ, দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী ও নিজ দলের একাংশ সাংসদদের ডাকা অনাস্থার সম্মুখীন হতে চলেছেন। টালমাটাল এই পরিস্থিতির মাঝে দেশটির পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটের সেনা ছাউনিতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে।

ভারত সংলগ্ন শিয়ালকোটের সেনা ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বিস্ফোরণের জেরে পুরো পাকিস্তান জুড়ে আরও আতঙ্ক। আশঙ্কা করা হচ্ছে, নিরাপত্তা বিঘ্নিত এই অজুহাত দেখিয়ে সেনা বাহিনী ফের পাক শাসনকর্তৃত্ব নিতে চলেছে।

শিয়ালকোট সেনা ঘাঁটির বিস্ফোরণ ঘিরে জন্ম নিচ্ছে বেশ কিছু প্রশ্ন। কী করে এই অতি গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটির অস্ত্রাগারে বিস্ফোরণ হলো? কোনও নাশকতার ছক? এছাড়াও আরও একটি প্রশ্ন, সেনা বাহিনী কি এমন ঘটনায় জড়িত। কারণ, হতাহতের সংখ্যা নেই।

পাক সংবাদমাধ্যম জানাচ্ছে, পর পর জোরালো বিস্ফোরণে কেঁপে যায় শিয়ালকোট সেনাঘাঁটি। যদিও স্পষ্ট হয়নি হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ। সেনাঘাঁটির অস্ত্রাগার থেকে আগুনের শিখা বেরিয়ে আসছে। গিয়েছে। পাকিস্তানের সেনা বা প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

পাকিস্তানের কুর্সিতে পরবর্তী সময়ে সেনা বাহিনীর কেউ বসতে পারেন এমনই সম্ভাবনা বাড়ছে। কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা। এরই মাঝে সেনা ঘাঁটিতে বিস্ফোরণ তৈরি করছে আরও জটিলতা। এর পরেও রাওয়ালপিন্ডির পাক সেনা সদর কার্যালয়ের নীরবতা তৈরি করছে রহস্য। ইসলামাবাদের রাজনৈতিক পরিবেশ গরম। কিন্তু বিস্ফোরণ নিয়ে চর্চা নেই।