মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) সৎছেলেকে। ইমরানের সর্বশেষ স্ত্রী বুশরা বিবির ছেলে মুশা।
মাদক যোগে মুশা সহ মোট তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরে প্রভাবশালী কারও হস্তক্ষেপে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। লাহোর পুলিশের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, মুশা এবং তাঁর বন্ধুদের গ্রেফতার করা হয়েছিল। তাঁদের গাড়ি থেকে মাদক পাওয়া গিয়েছিল। মুশার সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর তিন বন্ধু।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কাছে তাদের সন্দেহ করে পুলিশ। পকে তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছিল। লাহোর পুলিশের তরফে জানানো হয়েছে মুশা সহ প্রত্যেক অভিযুক্তকে প্রাথমিক তদন্তের পর ছেডে করে দেওয়া হয়েছে। ওপর তলা থেকে নির্দেশ দেওয়া হয়েছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বর্তমান স্ত্রী বুশরা বিবির গর্ভজাত সন্তান মুশা। তবে তার পিতা ইমরান নন। বুশরা বিবির দ্বিতীয় বিয়ে করেন ইমরান খানকে। তাঁর প্রাক্তন স্বামী হলে মুশার পিতা।
সূত্রের খবর, বারবার বিয়ে করা ইমরান খান আরও একবার বিয়ে করতে চলেছেন। তাঁর সর্বপ্রথম স্ত্রী জেমেইমা।