পাকিস্তান পুলিশের সামনে কঠিন পরীক্ষা। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সরকারি উপহার বিক্রির মামলায় গ্রেফতার করতে গিয়ে চরম বাধার মুখে পড়তে হলো। লাহোর রণক্ষেত্র। ইমরান খানের বাড়ি জামান পার্কের সামনে পুলিশ কর্তাদের ফেলে পেটাল ইমরান খান সমর্থকরা। জখম পুলিশকর্তা।
গ্রেফতার করা হতে পারে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। এই চেষ্টা আগেও করেছিল পুলিশ। তবে সমর্থকদের বাধা ও পাকিস্তান জুড়ে তীব্র অশান্তির আশঙ্কায় বারবার সেই পদক্ষেপ পিছিয়ে গেছে। এদিন ফের ইমরান খানের লাহোরের বাড়িতে যায় পুলিশ। তখনই শুরু হয় হামলা।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Pakistan former Prime Minister Imran Khan) বিরুদ্ধে দুটি মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷ সরকারি উপহার কোষাগারে না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে। এই মামলায় আদালতে হাজির না হওয়ায় এবং গত বছর জনসভায় মহিলা বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।