Pachmarhi Travel Story: এখানকার গুহার সঙ্গে জড়িয়ে মহাভারত-এর কাহিনিও

pachmarhi

এখানের প্রাকৃতিক সৌন্দর্যের তুলনা করা সম্ভব নয়। তবে অকল্পনীয় সৌন্দর্যের সঙ্গে রয়েছে ইতিহাসও। এখানকার পার্বত্য অরণ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাগৈতিহাসিক যুগের গুহা। তাছাড়া এখানকার পান্ডব গুহার সঙ্গে জড়িয়ে আছে মহাভারত-এর কাহিনিও। রয়েছে শিবের গুহা মন্দির জটাশঙ্কর। এই গুহার পাশ থেকেই উৎপত্তি হয়েছে জম্বু নদীর। এককথায় জলপ্রপাত, বি ফলস, লিটল ফলস, অপ্সরাবিহার সব মিলিয়ে অনবদ্য পাঁচমাড়ি (Pachmarhi  )

Advertisements

অফবিট ডেস্টিনেশন স্বর্গের নন্দন কানন

   

কীভাবে যাবেন: ট্রেনে করে যেতে হলে নামতে পিপারিয়া স্টেশনে। এখান থেকে গাড়িতে সাতপুরা ন্যাশনাল পার্ক ছুঁয়ে পাঁচমাড়ি ৪৭ কিলােমিটার।

pachmarhi

কোথায় থাকবেন: মধ্যপ্রদেশ পর্যটনের হােটেল অমলতাস (০৭৫৭৮২৫২০৯৮) এ সি ঘরের ভাড়া ৩৫২৮ টাকা প্রতি রাতে। হিলটপ বাংলাে (০৭৫৭৮২৫২৮৪৬) এ সি ডবল রুমের ভাড়া ২৯৯০ টাকা (সঙ্গে ব্রেকফাস্টের খরচ ধরা আছে) প্রতি রাতে। হােটেল কাচনার (বুকিং ৯৮৩০১৫২১৬৯) ভাড়া ১৫০০-২৫০০ টাকা প্রতি রাতে ( Pachmarhi  ) Pachmarhi ।

Advertisements

নদীর ধারে ছবির মতো গ্রাম – মুরগুমা

কী খাবেন : পাঁচমারিতে আপনি পাবেন গুজরাটি, মারাঠি ও জৈন খাবার। এছাড়াও আপনি এখানকার রেস্তোরাঁয় পেয়ে যাবেন মন পসন্দ চাইনিজ, কন্টিনেন্টাল ও ইন্ডিয়ান ফুড। কলকাতা ফুড সেন্টারে পেয়ে যাবেন বাঙালি খাবার। এছাড়াও আপনি খেতে পারেন নন্দন রেস্টুরেন্ট, চায়না বােল, পিজ্জা ক্যাফে চিনাে, ওপেন গার্ডেন রেস্টুরেন্ট ও আরও অন্যান্য জায়গায়।

কেনাকাটা: সাতপুরা থেকে কিনতে পারেন অসাধারন পেইন্টিং। এছাড়াও পাঁচমাড়ি বাজার থেকে কিনতে পারেন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে হাতে আঁকা ছবি ও স্থানীয় হস্তশিল্প।