Pakistan: ইমরানকে কুর্সি থেকে হটাতে মরিয়া বিরোধীরা, বসল গোলটেবিল বৈঠক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার দিন এগিয়ে আসছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিরোধী পক্ষের নেতারা এ…

Pakistan: ইমরানকে কুর্সি থেকে হটাতে মরিয়া বিরোধীরা, বসল গোলটেবিল বৈঠক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার দিন এগিয়ে আসছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিরোধী পক্ষের নেতারা এ নিয়ে একটি আলোচনা সভায় অংশ নেন। PML-N প্রেসিডেন্ট শেহবাজ খানের বাড়িতে বসেছিল বৈঠক। উপস্থিত ছিলেন PPP-র পক্ষ থেকে আসিফ আলি জারিদারি ও বিলাওয়াল ভু্টো জারিদারি এবং JUI-F এর প্রধান মৌলানা ফজলুর রহমান।

প্রধানমন্ত্রী ইমরান খানকে কুর্সি থেকে হটাতে বিরোধীরা একাট্টা। ক্ষমতাসীন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এর প্রতিষ্ঠাতা সদস্য নাজীব হারুন স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ চেয়েছেন। পাক সংবাদমাধ্যম জিও নিউজ প্রোগ্রামে নাজিব হারুন বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত এবং দলের অন্য কোনও সদস্যকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য এগিয়ে আনা উচিত। এটিই সামনের দিকে এগিয়ে যাওয়া এবং এই সংকটের সমাধানের একমাত্র উপায়।

   

জাতীয় আইনসভায় বেশ কয়েকজন ক্ষুব্ধ সরকারপক্ষের সদস্য বলেছেন, তারা পিটিআই থেকে অব্যাহতি নিয়েছেন। একই সঙ্গে আগামী নির্বাচন তারা পিটিআই-এর হয়ে লড়বেন না। তিনজন কেন্দ্রীয় মন্ত্রী পিটিআই থেকে ইস্তফা দিয়েছেন। পিটিআই এর ২৪ জন সংসদ সদস্য বিদ্রোহ করে বসেছেন। ওই ২৪ জন সংসদ সদস্যও ইমরানের বিরুদ্ধে ভোট দেবেন বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন।

Advertisements

এদিকে সরকার টলমল করতেই সেনাবাহিনী সক্রিয়। মনে করা হচ্ছে সামরিক শাসন জারি হতে পারে।