মুখ্যমন্ত্রীর নির্দেশকে ‘অসম্মান’! উপস্থিত মাত্র পাঁচ তৃণমূল বিধায়ক

তৃণমূল নেত্রীর (TMC) ইচ্ছেকে অসম্মান! প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মিটিংয়ে বলে থাকেন সবুজায়নের কথা। গাছ লাগান, প্রাণ বাঁচান নিয়ে সারা বছর হরেক রকমের অনুষ্ঠান…

mamta banerjee

তৃণমূল নেত্রীর (TMC) ইচ্ছেকে অসম্মান! প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মিটিংয়ে বলে থাকেন সবুজায়নের কথা। গাছ লাগান, প্রাণ বাঁচান নিয়ে সারা বছর হরেক রকমের অনুষ্ঠান হলেও কাজের বেলায় কাউকেই শেষ পর্যন্ত পাওয়া গেল না। মানুষের ভোটে জিতে আসা জনপ্রতিনিধিরা আদতে গাছ লাগানোর ব্যাপারে চরম অনীহা প্রকাশ করলেন। অরণ্য সপ্তাহতে গাছ নিতে হাজির মাত্র পাঁচ তৃণমূল বিধায়ক।

সেঞ্চুরি পার টমেটো, ২০০ ছুঁইছুঁই কাঁচা লঙ্কা! সবজির দামের রেকর্ডে মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা

   

বন দফতরের পক্ষ থেকে নিয়ম করে প্রতিবছর অরণ্য সপ্তাহ পালন করা হয়। এবারের অরণ্য সপ্তাহে বিধায়কদের কাছে দফতরের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল যাতে তাঁরা তাঁদের এলাকার জন্য গাছ নিতে চাইলে দফতর সেই গাছ সরবরাহ করবে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের দুই মন্ত্রী-সহ মাত্র পাঁচ জন বিধায়ক এই গাছের জন্য দফতরের কাছে আবেদন করেছেন। যা খুবই হতাশাজনক বলেই মনে করছে বন দফতর।

দুয়ারে করজোড়ে ক্ষমা চাইছেন শত্রুঘ্ন সিনহারা! মমতার রোষে আজব কান্ড মালদহতে

চলতি বছর ১৪ই জুলাই থেকে ২০ জুলাই অরণ্য সপ্তাহ চলে। এই সময় গাছ দেওয়া হয়। বৃহস্পতিবার বিধানসভায় বনমন্ত্রী জানালেন, যে সকল বিধায়করা চিঠি দিয়ে জানাবেন গাছ নেবেন, তাঁদেরকেই গাছ দেওয়া হবে। একই সঙ্গে গাছগুলোর রক্ষণাবেক্ষণও করা হবে। সেক্ষেত্রে পরিসংখ্যান দিয়ে বনমন্ত্রী জানান,  এখনও পর্যন্ত পাঁচ জন বিধায়ক গাছ নিয়েছেন। এখনও পর্যন্ত বিজেপির কোনও বিধায়ক গাছ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেননি বলেও বনমন্ত্রী জানান। বনমন্ত্রী আরও জানান, আগে ১০০ দিনের কাজের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের মাধ্যমে গাছ রক্ষণাবেক্ষণ করা হত। কিন্তু ১০০ দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ায় সেই কাজে কিছু সমস্যা হয়েছে।