East Bengal: আগামী মরশুমের জন্য লাল-হলুদে আসার পথে ওডিশার এই তারকা

Nanda Kumar Sekhar of Odisha FC on the field

এবারের ফুটবল মরশুমে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। প্রথম দিকে হাড্ডাহাড্ডি লড়াই করলেও ম্যাচ যত এগিয়েছে পয়েন্টের নিরিখে তত পিছিয়েছে লাল-হলুদ। যারফলে, লিগ টেবিলের ৯ নম্বরে থেকেই অভিযান শেষ করতে হয়েছে স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেদের।

যারফলে, টানা তিন মরশুম নিজেদের পুরোনো ছন্দে ফিরতে পারলে না দল। এসব দেখে রীতিমতো ধৈর্য্যের বাঁধ ভাঙতে শুরু করেছে দলের সমর্থকদের। পাশাপাশি চলতি মরশুমে পড়শি ক্লাব এটিকে মোহনবাগানে ট্রফি আসায় ক্ষোভের আগুনে জ্বলতে শুরু করেছে লাল-হলুদ সমর্থকরা।

   

Nandakumar Shekhar

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্লাব শীর্ষকর্তার আশ্বাস আগামী দুই বছরের মধ্যে আইএসএল চ্যাম্পিয়ন হবে দল। সেই মর্মে এখন থেকেই দল গঠনের কাজে হাত দিয়েছে ইস্টবেঙ্গল। কোচ চূড়ান্ত করার ব্যাপারে সার্জিও লোবেরার জন্য অপেক্ষা করলেও দেশি ফুটবলার আনার ক্ষেত্রে এখন থেকেই যথেষ্ট সক্রিয় হয়েছে লাল-হলুদ শিবির। গত বেশ কয়েকদিন ধরেই তাদের নজরে ছিল ওডিশা এফসির তারকা ফুটবলার নন্দকুমার শেখর। শোনা যাচ্ছে, এবার নাকি তাকে পাওয়ার পথে অনেকটাই এগিয়ে ইস্টবেঙ্গল। বলা যায় ঘোষণা করা শুধু সময়ের অপেক্ষা।

তবে এখানেই শেষ নয়। ওডিশা এফসির এই তারকা ফুটবলারকে দলে আনতে চেষ্টা চালাচ্ছে এটিকে মোহনবাগানের মতো দল। শোনা গিয়েছিল, সুমিত রাশির বদলে তাকে দলে টানতে পারে সবুজ-মেরুন। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনো কিছুই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন