Ukraine War: পারমাণবিক কর্মীদের নির্যাতন করছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের

ইউক্রেনের ২টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া৷ ২টি কেন্দ্রই এখন রুশ সেনার দখলে৷ অভিযোগ, তার কর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে তারা৷ ইউক্রেনের জ্বালানি মন্ত্রী হারমান হালুশচেঙ্কো বুধবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই দাবি করেছেন৷

তিনি জানিয়েছেন জাপোরিঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অপারেটিং কর্মীদের নির্যাতন করছে রাশিয়া৷ হারমান হালুশচেঙ্কো বলেছেন, প্ল্যান্টের অপারেটিং কর্মীদের চার দিন ধরে আটকে রাখা হয়েছে। প্ল্যান্টের ভিতর প্রায় ৫০০ রুশ সৈন্য এবং ৫০ ইউনিট ভারী সরঞ্জাম রয়েছে। এখানকার কর্মীরা শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত।

   

মন্ত্রক থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, রাশিয়া প্ল্যান্টের ব্যবস্থাপনাকে প্রচারের উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা করছে। তাদের নাগরিক ও বিশ্বের কাছে নিজেদের অপরাধকে ন্যায্য প্রমাণ করে এই প্রচার চালানো রাশিয়ার উদ্দেশ্য। ইউক্রেনের আন্তর্জাতিক অংশীদারদের কাছে রাশিয়ার দখল করা পারমাণবিক বস্তু থেকে প্রত্যাহার করতে আবেদন করেন তিনি। বলেন, “রাশিয়ান সৈন্যরা যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় ডেকে এনেছে তার ফল ভোগ করবে গোটা ইউরোপ। সমগ্র ইউরোপে এই ঘটনা বিপর্যয় ডেকে আনবে। এর দায় সম্পূর্ণ রাশিয়ার। আমাদের অবশ্যই একসাথে রাশিয়ার পারমাণবিক সন্ত্রাস বন্ধ করতে হবে। খুব দেরি যাতে না হয়।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন