HomeUncategorized১ লক্ষ খরচ করে ঘরে তুলুন ৫০ লক্ষ টাকা

১ লক্ষ খরচ করে ঘরে তুলুন ৫০ লক্ষ টাকা

- Advertisement -

মাত্র ১ লক্ষ টাকা খরচ করে ঘরে তুলুন ৫০ লক্ষ টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শেয়ার বাজারের একটি শেয়ার এমনই এক অসাধারণ জিনিস দেখিয়ে দিয়েছে। শোনা গিয়েছে, ইতিমধ্যে শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে ঘরে এই টাকা তুলে নিয়েছেন।

করোনা অতিমারির পর এবং তার পরে শেয়ার বাজারে বেশ অস্থির পরিবেশ তৈরি হয়েছে। এ সময়ে শেয়ারবাজার উচ্চ ও নিম্ন উভয় ক্ষেত্রেই রেকর্ড গড়েছে। এদিকে, বিড়লা গ্রুপের একটি সংস্থার শেয়ার প্রিন্টেড রিটার্ন দিয়েছে। বিড়লা গ্রুপের এই সংস্থার নাম এক্সপ্রো ইন্ডিয়া।

   

দুই বছরেরও কম সময়ের মধ্যে, এক্সপ্রো ইন্ডিয়ার স্টক দুই বছরেরও কম সময়ের মধ্যে ২০ থেকে ১,০০০ টাকার সীমা অতিক্রম করেছে। প্রায় এক মাসের মধ্যে, এই স্টক একটি বিশাল উত্থান দেখা গেছে। বৃহস্পতিবার লেনদেনের শেষ সেশনে শেয়ারটি ৩ শতাংশ বেড়েছে। এটি ১০৩০ টাকার স্তরে পৌঁছেছে। অর্থাৎ দুই বছরের কম সময়ে ৫০ হাজার শতাংশের বেশি দিয়েছে এই শেয়ার। প্রবীণ বিনিয়োগকারী আশিস কাচাউলিয়ার এক্সপ্রোতে একটি বড় অংশীদারিত্ব রয়েছে। কাচাউলিয়া কোম্পানির ৪ লাখ ২১ হাজার ৬১৬টি বা ৩ দশমিক ৫৭ শতাংশ শেয়ারের মালিক। ২০২০ সালের ২৩ শে অক্টোবর, বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) এক্সপ্রো ইন্ডিয়া (এক্সপ্রো ইন্ডিয়া) এর শেয়ার২০.৫০ টাকার স্তরে ছিল। কোম্পানিটি যদি এই শেয়ারে এক লাখ টাকা বিনিয়োগ করত এবং এতদিন এসব শেয়ার বিক্রি করত না, তাহলে আজ তা বেড়ে ৫০ লাখ টাকার বেশি হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular