অরিজিতের গাওয়া বাংলা গানের মুকুটে উঠল নয়া পালক

কোনো সীমা থাকে না শিল্পের, কোনো সীমানা থাকে না শিল্পীর। কয়েকদিন আগে এই বার্তাই সকলের উদ্দেশ্যে দিতে চেয়েছিলেন বলিউডের গায়ক-সুরকার অরিজিৎ সিং (Arijit Singh) তাঁর…

কোনো সীমা থাকে না শিল্পের, কোনো সীমানা থাকে না শিল্পীর। কয়েকদিন আগে এই বার্তাই সকলের উদ্দেশ্যে দিতে চেয়েছিলেন বলিউডের গায়ক-সুরকার অরিজিৎ সিং (Arijit Singh) তাঁর ইউ.এ.ই-র কনসার্টে । এই কারণেই তিনি জিজ্ঞাসা করেছিলেন, বলিউডের নিষেধাজ্ঞা উঠে গিয়েছে কিনা পাকিস্তানের শিল্পীদের উপর ! সেই সময় অনেকেই তাঁকে ট্রোল করে পাকিস্তান চলে যেতে বলেছিলেন। এবার মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন (Antony Blinken)-ও মন্তব্য করেছেন, গান ভুলিয়ে দিতে পারে ভৌগোলিক সীমা ।

সম্প্রতি অ্যান্টনি প্রকাশ্যে নিয়ে এসেছিলেন 2021 সালের প্লে-লিস্ট। সেখানে দেখা গেছে, একমাত্র ভারতীয় ভাষার গান হিসাবে তাঁর পছন্দের তালিকায় স্থান পেয়েছে বাংলা গান। তাঁর বিশেষ পছন্দের অরিজিৎ সিং-এর গাওয়া ‘একা একেলা মন’ গানটি । দক্ষ গায়ক হিসাবে অ্যান্টনি অরিজিৎ-এর প্রশংসা করেছেন । ‘একা একেলা মন- লোফি’ গানটি অরিজিৎ-এর গাওয়া সিঙ্গলস। 2021 সালে গানটি রিলিজ করেছিল এসভিএফ মিউজিকের মাধ্যমে । সমসাময়িক বাংলা গানের বৃহত্তম লাইব্রেরী এসভিএফ মিউজিক । ‘একা একেলা মন-লোফি’ আন্তর্জাতিক স্তরে মর্যাদা পাওয়ায় অত্যন্ত গর্বিত এসভিএফ মিউজিকও।

2014 সালে মুক্তি পেয়েছিল ‘চিরদিনই তুমি যে আমার 2’ ফিল্মটি। অরিজিৎ-এর কন্ঠে এই ফিল্মের গান ‘একা একেলা মন’ সুপারহিট হয়েছিল। গানটি পিকচারাইজড হয়েছিল ফিল্মের নায়ক অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)-র উপর। এই গানের সিঙ্গল ভার্সন অবশেষে পেল আন্তর্জাতিক মর্যাদা।এই সুখবর প্রকাশ করা হয়েছে প্রযোজনা সংস্থা এসভিএফ-এর তরফে ।