ফের পরমাণু অস্ত্র নিয়ে নতুন পরীক্ষায় উত্তর কোরিয়া (North Korean)। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংঘাতের পরিবেশ। তা সত্ত্বেও দমছেন না কিম জং উন। একটি নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সামরিক বিশেষজ্ঞদের অভিমত, এই নয়া ক্ষেপণাস্ত্র কিমের দেশের পরমাণু শক্তি অনেকগুণ বাড়াবে। একটি ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া।
দেখা যাচ্ছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময়ে কিম জং উন হাসিমুখে হাততালি দিচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তর কোরিয়া শিগগিরই যে একটি সমন্বিত পারমাণু অস্ত্র পরীক্ষা করার পরিকল্পনা করছে এটি তারই ইঙ্গিত। যদিও উত্তর কোরিয়া আনুষ্ঠানিক ভাবে ২০১৭ সাল থেকে পারমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ রেখেছে। ২০১৮ সালে দেশটি তার পুংগি-রি পারমাণু পরীক্ষাকেন্দ্র ধ্বংস করে ফেলে। মনে করা হচ্ছিল, দক্ষিণ কোরিয়া এবং তার মিত্র আমেরিকার সঙ্গে কূটনৈতিক সমঝোতার অঙ্গ ছিল সেই পদক্ষেপ।
তবে সাম্প্রতিক উপগ্রহ চিত্র বলছে, পুংগি-রি পরীক্ষাকেন্দ্র সম্ভবত পুনরুদ্ধারের কাজ চলছে। দক্ষিণ কোরিয়ার সেনা বাহিনী বলছে, শনিবার রাতে উত্তর কোরিয়া সম্ভবত দুটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র সমুদ্রে নিক্ষেপ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, হোয়াইট হাউস গোটা পরিস্থিতিই নজরে রাখছে।