Pakistan: ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি রবিবার

Pakistan PM Imran Khan says he won't resign ahead of no-confidence move

 ইতিমধ্যেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীরা সংসদে অনাস্থা প্রস্তাব এনেছে। এই প্রস্তাবের উপর রবিবার অর্থাৎ ৩ এপ্রিল ভোটাভুটি হবে। মঙ্গলবার এই কথা জানালেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ।

উল্লেখ্য, সোমবার সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন সে দেশের বিরোধী দলনেতা শাহবাজ শরিফ। ওই দিনই অনাস্থা প্রস্তাবটি গ্রহণ করেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। যদিও সেদিনই সংসদের অধিবেশন বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করে দেন সুরি। তবে এদিন বিদেশমন্ত্রী রশিদ জানিয়েছেন, পাক সংবিধান অনুযায়ী ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাব আনার পর ৭ দিনের মধ্যে ভোটাভুটি বাধ্যতামূলক। সেই সময়সীমা মেনেই রবিবার ভোটাভুটি হবে বলে স্থির হয়েছে।

   

 

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির মোট সদস্য সংখ্যা ৩৪২। সরকার গড়তে প্রয়োজন ১৭২ জন সাংসদের সমর্থন। ইমরানের নিজের দল তেহরিক-ই পাকিস্তানের সদস্যসংখ্যা ১৫৫। তবে এমকিউএম-সহ আরও কয়েকটি দল ইমরানকে সমর্থন করায় খান সাহেব সরকার গড়েছিলেন। কিন্তু সমর্থনকারী দলগুলিও ইমরানের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করার কথা জানিয়েছে। রাজনৈতিক মহল মনে করছে রবিবার ভোটাভুটি হলে ইমরানের ক্ষমতা হারানো অবশ্যম্ভাবী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন