আগের থেকে বেড়েছে বৈদেশিক মুদ্রা অর্জন, রিপোর্ট নির্মলার

বিদেশ পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন অনেক বেড়েছে ভারতে। যা কার্যত রেকর্ড। এবার সংসদে দাঁড়িয়ে আরও বড় তথ্য পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।…

বিদেশ পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন অনেক বেড়েছে ভারতে। যা কার্যত রেকর্ড। এবার সংসদে দাঁড়িয়ে আরও বড় তথ্য পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি দাবি করলেন যে মোদী জমানায় বিপুল হারে বৃদ্ধি পেয়েছে বিদেশি বিনিয়োগ।

 

   

মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে মোদী জমানায় ভারতের মাটিতে আসা বিদেশি বিনিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেছেন যে ২০২১ সালের ডিসেম্বর মাস সাত বচর ৯ মাস সময়ে মোদী জমানায় ভারতে ৫০০.৫ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ এসেছে। 

 

এই বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ এত কম সময়ের মধ্যে ভারতে আগে আসেনি বলেও দাবি করেছেন নির্মলা। অর্থমন্ত্রী জানিয়েছেন যে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউপিএ সরকারের জমানায় যত পরিমাণ বিদেশি বিনিয়োগ ভারতে হয়েছিল মোদী সরকারের সময়ে তা বৃদ্ধি পেয়েছে ৬৫ শতাংশ বেশি। যা কার্যত রেকর্ড।

 

দ্বিতীয় মোদী সরকারের এক বছর না যেতেই করোনা অতিমারির উপদ্রব শুরু হয়ে যায়। সেই সকল প্রতিকূল পরিস্থিতি কাটিয়েও সুস্থ উপায়ে ভারত অর্থনোইতিক ক্ষেত্রে এগিয়ে চলেছে বলে দাবি করেছেন মোদীর সরকারের অর্থমন্ত্রী। নির্মলা বলেছেন, “ওইসিডি রিপোর্ট অনুসারে অতিমারির সময়ে বিশ্বের ৩২ টি রাষ্ট্র কর বৃদ্ধি করেছিল। জনসাধারণের মাথায় করের বোঝা চাপিয়ে করোনার মোকাবিলা করছি। আমরা সেই পথে হাঁটিনি। সংবাদ মাধ্যমে অনেক সমালোচনা হয়েছে। কর ছাড়াই আমরা ঘুরে দাড়িয়েছি।”