HomeUncategorizedNipah Virus: বাংলাদেশে নিপা ভাইরাস ছড়াচ্ছে, খেজুর রস থেকে দূরত্বে থাকুন

Nipah Virus: বাংলাদেশে নিপা ভাইরাস ছড়াচ্ছে, খেজুর রস থেকে দূরত্বে থাকুন

- Advertisement -

নিপা ভাইরাসের (Nipah Virus) সংক্রমণ ক্রমে ছড়াচ্ছে বাংলাদেশের (Bangladesh) সর্বত্র। পশ্চিমবঙ্গের অতি ঘনিষ্ঠ প্রতিবেশি বাংলাদেশে নিপা সংক্রমণের গতি বাড়ছে। এই অবস্থায় চিকিৎসক ও গবেষকরা খেজুরের রস খেতে নিষেধ করছেন। কারণ, নিপা ভাইরাস বহনকারী বাদুড় নিশাচর। আর রাতে তারা অতি সংক্রামক নিপা ভাইরাস নিয়ে খেজুর রসের সংস্পর্শে আসে।

বাংলাদেশের ২৮টি জেলায় নিপা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদফতর। পরিস্থিতি বুঝে ঢাকায় কোভিড-১৯ হাসপাতালকেই প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. দাউদ আদনান জানান, উত্তর ঢাকা সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কোভিড-১৯ হাসপাতালের পরিচালককে নিপাহ ভাইরাসের চিকিৎসায় ১০ বেডের আইসোলেশন ওয়ার্ড এবং ১০টি আইসিইউ বেড প্রস্তুত রাখতে বলা হয়েছে।

   

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় বাড়ছে। নিপা ভাইরাস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে সুস্থ ব্যক্তিরাও আক্রান্ত হতে পারে। এর কোনো প্রতিষেধক নেই। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মন্ত্রী কাঁচা খেজুরের রস এবং পাখির খাওয়া ফল না খাওয়ার পরামর্শ দেন।

সাবধান হন। এমনই জানাচ্ছেন চিকিৎসকরা। কারণ, গবেষণায় উঠে এসেছে মারাত্মক সংক্রামক নিপা ভাইরাস ছড়ায় বাদুড় থেকে। তাদের স্পর্শে আসা খেজুর রসের হাঁড়িতে ছড়িয়ে পড়ে সেই ভাইরাস। শীতের সকালে টাটকা খেজুর রস খেয়েছিল এক ছাত্র। পরে নিপা ভাইরাসে সংক্রমিত হয়ে তার মৃত্যু হয়েছে। ছাত্রটিভাইরাস নাম সিয়াম। সে বাংলাদেশি। তার বাড়়ি নাটোরের বাগাতিপাড়ায়। সে কাঁচা খেজুরের রস খাওয়ার পর নিপা ভাইরাসে আক্রান্ত হয়।

বৃহস্পতিবার নাটোরের সিভিল সার্জন ডা. রোজি আরা খাতুন এ কথা জানান। তিনি বলেন ওই ছাত্র কাঁচা খেজুরের রস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিল। তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।

নিপা ভাইরাস সংক্রমণের ঘটনা ভারতেও হয়েছে। কেরলে এই ভাইরাস সংক্রমণ হয়েছিল। গবেষকরা বলছেন বাদুড় ও রুগ্ন শূকর থেকে দূরে থাকা এবং অপরিশুদ্ধ খেজুর রস না পান করলে নিপা সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular