Nigeria: জঙ্গিদের গুলিতে ২০০ জনের মৃত্যু, নাইজেরিয়ায় গণকবর

northern-nigeria

নাইজেরিয়ায় (Nigeria) গণহত্যা। দেশটির জামফারা রাজ্যে এই ঘটনা সংঘটিত হয়েছে। অন্তত ২০০ জন নিহত। এমনই জানাচ্ছে বিবিসি। তবে সরকারের দাবি নিহতের সংখ্যা ৫৮ জন।

সম্প্রতি এই জামফারা এলাকায় সেনা অভিযানে সশস্ত্র গোষ্ঠীর শতাধিক সদস্যকে খতম করা হয়। এর ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের ঘনিষ্ঠ। গার্ডিয়ান জানাচ্ছে, বদলা নিতে ওই গোষ্ঠী হামলা চালায়। এতে বহু মৃত্যু হয়েছে।

   

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, কেউকে দেখা মাত্রই গুলি করেছে হামলাকারী। ১০টি গ্রামে এলোপাতাড়ি তাণ্ডব চালিয়েছে অজ্ঞাত হামলাকারীরা। এখনও অনেকে নিখোঁজ। তাদের সন্ধান চালানো হচ্ছে। অনেকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গত সোমবার জামফারা রাজ্যের গুসামি বনে জঙ্গিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। এতে দুই নেতাসহ শতাধিক জঙ্গি নিহত হয়।

নাইজেরিয়ায় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বেড়েই চলছে। প্রায় সময় অপহরণ, গুম, হত্যার মতো ঘটনা ঘটিয়ে আসছে। এই গোষ্ঠীগুলোকে নির্মুলে দীর্ঘ দিন ধরে অভিযান চালিয়ে আসছে নাইজেরীয় নিরাপত্তা বাহিনী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন