BJP: সংগঠন বাঁচাতে বঙ্গ বিজেপির গবেষক পদ নিয়ে দলেই শুরু হাহা হিহি

New research post of Bangla BJP to strengthen the organization

বিজেপির (BJP) অন্দরমহলে ফিসফিস। ভেঙে পড়া সংগঠন মজবুত করতে তৈরি হবে এবার নয়া পদ-‘গবেষক’। প্রত্যেকটি জেলাতেই এই গবেষকরা কাজ করবেন। কিন্তু দলের অন্দরে নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় এসে প্রকাশ্যে বিষয়টিকে নিয়ে রসিকতা করছেন। চলছে গোষ্ঠীভিত্তিক হাহা হিহি। অনেকের প্রশ্ন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফরে এসে এমন গবেষক তৈরির মন্ত্র দিয়েছেন নাকি!

বিজেপির অন্দরমহলে যেমন হাহা হিহি চলছে তেমনই উঠে আসছে, নতুন এই পদ তৈরির কারণ। দলটির আদি–নব্যের দ্বন্দ্ব মেটাতেই কাজ করবেন গবেষকরা। এমনকি পুরনো সদস্যদের সঙ্গে নতুন করে যোগাযোগ করা হচ্ছে। সম্মান দিতে তাঁদের পদে বসানো হচ্ছে। প্রয়োজনে নতুন নতুন পদ তৈরির চেষ্টা চলছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য নেতারা প্রত্যেকটি জেলার সমীকরণ ভাল করে বুঝতে চাইছেন। সেটা না বুঝে এগিয়েই একের পর এক বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। প্রতিটি জেলাতেই সংগঠনে আমূল পরিবর্তন করা হলেও সংগঠন মজবুত হয়নি। এই পরিস্থিতিতে ‘‌গবেষক’‌ পদ তৈরি করে সমস্যার সমাধান করা হবে।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন