Monday, December 8, 2025
HomeEntertainmentঅন্তর্বাসেই লাইম লাইটে, উরফির বোল্ড ফ্যাশনে তোলপাড় নেট দুনিয়া

অন্তর্বাসেই লাইম লাইটে, উরফির বোল্ড ফ্যাশনে তোলপাড় নেট দুনিয়া

- Advertisement -

সম্প্রতি বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে উরফি জাভেদ (Urfi Javed)। তার অত্যাধুনিক জামা কাপড়ে সন্তুষ্ট কেউই নয়। একেক সময় একেক রকম জামা কাপড় পড়ে আসেন। কিন্তু সব জামাকাপড়ই তাঁর শরীরের বেশি অংশই খোলামেলা। আর তাতেই বেশ অনেকটাই আপত্তি জানিয়েছে নেটিজেন থেকে শুরু করে বলিউড।

এক কথায় বলা যেতে পারে সবসময় লাইমলাইটে থাকতে পছন্দ করে সেলিব্রিটিরা। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া তাঁর সাজ পোশাক দেখে অবাক ভক্তমহল। কিন্তু এই মজাদার ফ্যাশন স্টেটমেন্টই এক এক সময় হয়ে ওঠে বিতর্কের কারণ।

   

Urfi Javed

বারে বারে নিজের পক্ষে মুখ খুলতে হয় তাঁকে। তখনও তিনি নেট দুনিয়ায় সকলকে এক হাত নিয়ে সপাট জানান তাঁর মতামত। কিন্তু উরফি নিত্য নতুন পোশাকের চোটে নেটিজেনরা যে বিরক্ত, তা বোঝাই যায়। একের পর এক পোশাক নিয়ে যখন তিনি বারে বারে সমালোচিত হয়েছেন, ঠিক তখনই আবার নিজের আগের লুককে ছাপিয়ে নতুন আইডিয়া নিয়ে সামনে এসেছেন। খোলামেলা পোশাক মানেই উরফির বোল্ড স্টেটমেন্ট।

Photoshoot Viral Urfi Javed Without Lingerie

কখনও অন্তর্বাসের সঙ্গে জিন্স, আবার কখনও এমন পোশাক যে শরীরের বেশিরভাগ অংশই বেরিয়ে রয়েছে। আমরা জামাকাপড় পড়ি শরীরের বেশিরভাগ অংশ ঢাকার জন্য। কিন্তু উরফি জাভেদ পোশাক পরে শরীরের বেশিরভাগ অংশ খোলামেলা রাখার জন্য।

বলিউড সেলিব্রেটিদের থেকেও বর্তমানে গোটা সোশাল মিডিয়া আছে রয়েছে এই ফ্যাশন কুইন। বর্তমানে যে নামটি শুনলে প্রথমেই মাথায় আসে বোল্ড ফ্যাশন, সাহসী পোশাক বা ভাইরাল লুক। নিজের পোশাক নিয়ে নিত্য নতুন এক্সপেরিমেন্ট করতে যিনি বড্ড বেশি পছন্দ করে থাকেন, তিনি হলেন উরফি জাভেদ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular