Nepal: ভেঙে পড়া তারা এয়ারের খোঁজ মিলেছে, ভারতীয় সহ বাকিদের দেহ উদ্ধার

Nepal tara air crash update

নেপালে (Nepal) ২২ আরোহী নিয়ে পাহাড়ের খাঁজে ভেঙে পড়া বিমানের সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল।মুস্তাং জেলায় প্লেনটির ধ্বংসাবশেষ মিলেছে। যাত্রীগের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানাচ্ছে কাঠমাণ্ডুর সংবাদ মাধ্যম। প্লেনটির ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছেন নেপালের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল।  

রবিববার সকালে নেপালের পোখরা থেকে জমসমের দিকে যাওয়ার সময় দেশটির তারা এয়ারলাইন্সের ওই প্লেন নিখোঁজ হয়। প্লেনে ১৯ জন যাত্রী ও ৩ ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ১৩ জন নেপালি নাগরিক, চারজন ভারতীয়, দুজন জার্মান নাগরিক এবং তিনজন ক্রু।

   

পোখরা থেকে জমসম বিমানবন্দরে পৌঁছানোর আগে সেই বিমান দুর্ঘটনার কবলে পড়ে। তারা এয়ারের ওই বিমানে চার ভারতীয় মহারাষ্ট্রের বাসিন্দা। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাকি আরোহীদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছে নেপাল সরকার। পোখরা বিমান বন্দরে অনেকের আত্মীয়রা এসেছেন প্রিয়জনের দেহ নিতে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন