স্কটিশ তারকা যোগ দিলেন Mumbai City ফুটবল ক্লাবে

Mumbai City FC ,confirms ,Greg Stewart

স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট’কে দলে নিলো মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। দুই বছরের চুক্তিতে যোগ দিলেন তিনি। রেঞ্জার্সের যুব দলের হয়ে কেরিয়ার শুরু করেন গ্রেগ।এরপর কাউডেনবেথের হয়ে সিনিয়র কেরিয়ার শুরু।২০১৪ সালে ডুনডে এফসি’তে যোগ দেন। ২০১৫ এবং ২০১৬ সালে স্কটল্যান্ডের বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন তিনি।

২০২০-২১ মরসুমে রেঞ্জার্সের হয়ে স্কটিশ প্রিমিয়ারশিপ জেতেন।পরের মরশুমে জামশেদপুর এফসি’র হয়ে আইএসএল শিল্ড জেতে।১০ টা গোল করার পাশাপাশি ১০ টা গোল করিয়েছিলেন।আইএসএলে অভিষেক মরসুমে “হিরো অফ দ‍্য লিগ” নির্বাচিত হন ।

   

“মুম্বই সিটি এফসি’তে যোগদান করতে পেরে অত‍্যন্ত আনন্দিত আমি।ক্লাবের পরিকল্পনা শুনে আমার এই ক্লাবে যোগ দেওয়াটাই একেবারে সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে।”- দলে যোগদান করার পর এমনটাই জানিয়েছেন স্টুয়ার্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন