Petropolis: কাদাজলে ভাসল ব্রাজিলের শহর, মৃত শতাধিক

কাদাজলে কার্যত ভেসে গেল পাহাড়ি শহর পেট্রোপলিস। বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১৭ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এখনও ১১৬ জন নিখোঁজ। ব্রাজিলের রিও ডি জেনেইরোর রাজ্য সরকার এই তথ্য প্রকাশ করেছে। এও বলা হয়েছে শহরের নীচে কাদায় চাপা পড়ার আশঙ্কা রয়েছে অনেকের।

সরকারি তথ্যে প্রকাশ, মঙ্গলবার শহরের রাস্তায় বন্যার জল এবং কাদা ধস নামে। তার ফলেই ভেসে যায় গাড়ি এবং একাধিক বাড়ি৷ একটি ভিডিওতে দেখা গিয়েছে দুটি বাস একটি নদীতে ডুবে যাচ্ছে। যাত্রীরা বাসের জানালা দিয়ে বেরিয়ে আসছেন। কেউ কেউ না বেরোতে পেরে ভেসে গিয়েছেন। এলাকায় উদ্ধার কাজ চলার সময় ফের ভারী বৃষ্টি হয়। ফলে বাসিন্দা ও উদ্ধারকর্মীদের মধ্যে নতুন করে উদ্বেগ শুরু হয়। সরকারের তরফে নির্দেশ জারি করা হয়েছে যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে তারা যেন সরে যায়।

   

রিও পুলিশের তরফে জানানো হয়েছে, প্রায় ২০০ জন কর্মী চেকপয়েন্ট, আশ্রয়কেন্দ্র এবং শহরের মর্গে গিয়ে জীবিত, মৃত এবং নিখোঁজদের তালিকা পরীক্ষা করছে। নিখোঁজ ব্যক্তিদের পুরো নাম, তাদের পরিচয়পত্র, শারীরিক বৈশিষ্ট্য এবং ব্যক্তি যে পোশাক পরেছিলেন তা জানাতে আরও কর্মীর প্রয়োজন। রাজ্যের দমকল বিভাগ জানিয়েছে মঙ্গলবার তিন ঘণ্টার মধ্যে ২৫.৮ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি আগের ৩০ দিনের মিলিত বৃষ্টিপাতের প্রায় সমান। রিও ডি জেনেইরোর গভর্নর ক্লাউদিও কাস্ত্রো বলেছেন ১৯৩২ সালের পর থেকে পেট্রোপলিসে এত বৃষ্টি এই প্রথম। আবহাওয়া দপ্তর এলাকায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন