TMC: ঠিকাদার দিয়ে দল চলে না, প্রশান্ত কিশোরকে নিশানা কল্যাণের

আবারও দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিশিষ্ট আইনজীবী তথা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এবার তাঁর নিশানায় ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore)।

Advertisements

তৃণমূল সাংসদ বলেন, ‘ঠিকাদার দিয়ে কোনো রাজনৈতিক দল চলে না। আজ আইপ্যাকের লোক কোথায়? আইপ্যাকের লোক কোথায়? … জেতানোর জন্য নামুক, আইপ্যাক কোথায়? বাজারে তো আমাকেই হাঁটতে হচ্ছে, খাটতে হচ্ছে’ ।

সাংসদ আরো বলেন, ‘অন্য সময় অনেক লোক পাবেন এর লোক, ওর লোক, এর লোক, তার লোক ঢোকানোর জন্য। কিন্তু কাজ করার সময় আমাদেরই পাবেন।’ পুরভোটের আবহে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সঙ্গেও দলের যে দূরত্ব বেড়েছে তা সরাসরি বলা হয়েছে দলের তরফে। প্রশ্ন উঠছে এর নেপথ্যে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisements

তৃণমূলের পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে বিভ্রাটের জেরে আইপ্যাকের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। দলের অফিসিয়াল পেজে তালিকা কে আপলোড করল, তা নিয়ে শুরু হয় তরজা। এহেন অবস্থায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।