ইংল্যান্ডের (UK) পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাংসদরা প্রধানমন্ত্রী পদপ্রার্থী বাছাইয়ের জন্য ভোটাভুটিতে অংশ নেন। মোট আট জন প্রার্থীর মধ্যে সর্বাধিক ভোট পেয়েছেন ঋষি শৌনক।
বিবিসি জানাচ্ছে, ভারতীয় বংশোদ্ভূত ঋষি ৮৮ ভোট পেয়েছেন। বাণিজ্যমন্ত্রী পেনি মরডেন্ট ৬৭ এবং বিদেশমন্ত্রী লিজ ট্রাস ৫০ ভোট পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন।
বাছাই পর্ব থেকে সর্বশেষ দু’জন হবেন মূল প্রতিদ্বন্দ্ব্বী। সেই দুজনের মধ্যে একজনকে কনজারভেটিভ পার্টির ১ লক্ষ ৬০ হাজার সদস্য ভোট দিয়ে নির্বাচিত করবেন। যিনি সর্বাধিক ভোট পাবেন তিনিই হবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী ও দলের নেতা। তত দিন প্রধানমন্ত্রী পদে থাকবেন বরিস জনসন।
লকডাউন চলার সময় নিয়ম ভেঙে মদ্যপানের পার্টি দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিস জনসনকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়েছে কনজারভেটিভ পার্টি। এবার অন্তর্দলীয় নির্বাতচনের মাধ্যমে পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেওয়ার পালা। এই বাছাই পর্ব চলবে আগামী কয়েক সপ্তাহ জুড়ে।