ইস্টবেঙ্গল-মোহনবাগানে খেলা বাঙালি গোলকিপার শংকর রায়কে এ মরশুমের জন্য দলে নিয়ে চমক দিল মহামেডান স্পোর্টিং ক্লাব। (Mohammedan Sporting Club) মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তাকে দলে নেওয়ার খবর জনসমক্ষে আনা হয় ক্লাবের তরফে।
Advertisements
২০১৬-১৭ মরশুমে এই মহামেডানের হয়ে জার্নি শুরু করেছিলেন শংকর। এরপর মোহনবাগানে যোগদান করেন তিনি। যদিও ক্লাব অধিনায়ক শিল্টন পালের থাকায় গোটা মরশুম বেঞ্চে বসেই কেটে যায় তার। সবুজ মেরূনের জার্সি গায়ে শংকেরর মাঠে নামার সুযোগ মেলে ২০১৮-১৯ মরশুমে ।শিল্টন চোট পেলে তার উপর’ই ভরসা রাখে সবুজ মেরুন শিবির।
Advertisements
এর পরের মরশুমে শিল্টন ফর্ম হারালে সেই সুযোগ একেবারেই হাতছাড়া করেননি শংকর৷ নিজেকে সেইবারের আইলিগে দারুণ ভাবে মেলে ধরেছিলেন।এরপর ইস্টবেঙ্গল, হায়দ্রাবাদ হয়ে ফের আরেকবার নিজের পুরনো ক্লাবে ফিরলেন এই প্রতিভাবান ফুটবলার।