ইস্টবেঙ্গলের চিন্তা বাড়িয়ে মহামেডানে সই করলেন লাল-হলুদের এই ফুটবলার

এখনো মেটেনি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের চুক্তি জঁট। এরফলে দলের ফুটবলার’দের সাথে চুক্তি সারতে পারছেন না লাল হলুদের কর্মকর্তারা। ফলে খানিকটা অনিশ্চয়তার মধ‍্যে থেকেই একে…

star footballer Rahul Paswan

এখনো মেটেনি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের চুক্তি জঁট। এরফলে দলের ফুটবলার’দের সাথে চুক্তি সারতে পারছেন না লাল হলুদের কর্মকর্তারা। ফলে খানিকটা অনিশ্চয়তার মধ‍্যে থেকেই একে একে ফুটবলার ক্লাব ছাড়ছেন।

Advertisements

গতবছর কলকাতা লিগে নজরকাড়া আক্রমণ মাঠের ফুটবলার রাহুল পাসোয়ান’কে দলে নিয়েছিলো ইস্টবেঙ্গল,দ্বিতীয় ট্রান্সফার উইন্ডো’তে।গত কলকাতা লিগে বিএসএস-এর জার্সিতে ছয়টা গোল করে টপ স্কোরার হয়েছিলেন রাহুল। এর আগে খেলেছিলেন ইউনাইটেড এসসি, কালীঘাট মিলন সঙ্ঘে।

   

যদিও আইএসএলে লাল হলুদের হয়ে একটি ম‍্যাচের বেশি খেলার সুযোগ পাননি তিনি। কয়েক দিন আগে লাল হলুদের গোলকিপার শঙ্কর রায়’কে দলে নিয়েছিলো সাদা কালো ব্রিগেড, এবার নিলো রাহুল’কে।এর আগে মহম্মদ রফিক সই করে দিয়েছেন চেন্নাইয়িন এফসি’তে।চুক্তি পর্ব মিটলে কি দল গঠন করে ইস্টবেঙ্গল এখন সেটাই দেখার বিষয়।