Durand Cup 2022: বাংলার মান রেখে ডুরান্ডের সেমিফাইনালে মহামেডান, আসছে বিরিয়ানি শুভেচ্ছা!

ফুটবল মক্কা কলকাতার মান রাখল (Mohammedan SC) মহামেডান। ডুরান্ড কাপের (Durand Cup 2022) শেষ চারে সাদা কালো দল ঢুকে পড়ল শুক্রবার যুবভারতীতে কেরল ব্লাস্টার্সকে ৩-০…

ফুটবল মক্কা কলকাতার মান রাখল (Mohammedan SC) মহামেডান। ডুরান্ড কাপের (Durand Cup 2022) শেষ চারে সাদা কালো দল ঢুকে পড়ল শুক্রবার যুবভারতীতে কেরল ব্লাস্টার্সকে ৩-০ গোলে পরাজিত করেছে মহামেডান। জোড়া গোল করেন আবিওলা দৌদা। একটি গোল শেখ ফৈয়াজ করেন।

খেলা শেষের পরেই ফুটবল মহলে শুরু হয়েছে লক্ষ লক্ষ টাকা অনুদান পেয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে সমালোচনার ঝড়। কারণ ডুরান্ড কাপের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছে তারা। তবে বাংলার ফুটবলের আশা জাগিয়ে রেখেছে মহামেডান।

এদিনের খেলার প্রথমার্ধে ফৈয়াজের গোলে এগিয়ে যায় মহামেডান। বাকি দুটি গোল হয় দ্বিতীয়ার্ধে। ম্যাচ শেষের বাঁশি বাজতেই বিরিয়ানি খাওয়ানোর শুভেচ্ছাবার্তা আসতে শুরু করেছে।

তবে গতবছর ডুরান্ডের ফাইনালে উঠেছিল মহামেডান। তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে গোয়ার কাছে ১-০ গোলে হেরেছিল মহামেডান। ফুটবল মক্কা জুড়ে নেমেছিল হতাশা। এর আগে ২০১৩ সালে ওএনজিসিকে ২-১ গোলে হারিয়ে ডুরান্ড জয় করেছে মহামেডান।