কলকাতার প্রধান ক্লাবে নিশ্চিত জাতীয় দলের বিদেশি তারকা

কলকাতার ক্লাবে নিশ্চিত হলেন আরও এক তারকা বিদেশি ফুটবলার। তবে এবার এটিকে মোহন বাগান কিংবা ইস্টবেঙ্গল ক্লাবে নয়। চমক দিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)।…

Tajikistan national team nuruddin davronov

কলকাতার ক্লাবে নিশ্চিত হলেন আরও এক তারকা বিদেশি ফুটবলার। তবে এবার এটিকে মোহন বাগান কিংবা ইস্টবেঙ্গল ক্লাবে নয়। চমক দিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। তাজাকিস্তান জাতীয় দলের মিডফিল্ডার নুরিদ্দিন দাভরোনভকে (nuruddin davronov) সই করিয়েছে সাদা কালো ব্রিগেড।

রবিবার মহামেডান স্পোর্টিং ক্লাবের তরফে এই খবর জানানো হয়েছে। যদিও কয়েক দিন আগেই এই সম্ভাবনার কথা জানা গিয়েছিল। শেষ পর্যন্ত তাতে সিলমোহর পড়ল এদিন। ২০২২-২৩ আই লিগ মরশুমের জন্য ৩১ বছর বয়সী ফুটবলারকে চূড়ান্ত করেছে ক্লাব। নুরিদ্দিন মূলত মাঝমাঠের ফুটবলার।

দেশের হয়ে এখন পর্যন্ত ৫০টি ম্যাচ খেলে আট গোল করেছেন । অর্থাৎ, এই ফুটবলার যেমন খেলা তৈরি করতে পারেন, তেমন প্রতিপক্ষের গোলে বল পাঠাতেও দক্ষ। ইস্তিকললের হয়ে দারুণ সাফল্য পেয়েছেন তিনি। ক্লাবের হয়ে জিতেছেন– তাজিক লিগ, তাজিক কাপ, তাজিক সুপার কাপ, এএফসি প্রেসিডেন্টস কাপ।

Advertisements

এছাড়া তাজিকিস্তানের হয়ে এএফসি চ্যালেঞ্জ কাপে রানার্স হয়েছিলেন । তাজাকিস্তানের প্রাক্তন অধিনায়ক গত ৪ চার মরশুমে এশিয়ার অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে উঠে এসেছিলেন এমন একজন অভিজ্ঞ বিদেশীকে দলে নিয়ে মহামেডান অনেকটাই শক্তি বৃদ্ধি করল তাদের মাঝমাঠে। এবার দেখার বিষয় নুরিদ্দিন দাভরোনভ ভারতের মাটিতে কতটা সফল হতে পারেন।