অগাস্টের শুরুতেই মোদী-মমতার বৈঠকের সম্ভাবনা

অগাস্টে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই সূত্রের খবর। আবার ওই সূত্রের দাবি, দিল্লি সফরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত…

Narendra Modi-Mamata Banerjee

অগাস্টে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই সূত্রের খবর। আবার ওই সূত্রের দাবি, দিল্লি সফরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করবেন তিনি৷ তবে এবিষয়ে মুখ্যমন্ত্রীর দফতর তরফে এখনও অবধি স্পষ্ট করে জানা যায়নি৷

প্রসঙ্গত, একাধিক প্রকল্পের বকেয়া টাকা পড়ে রয়েছে কেন্দ্রের কাছে। কেন্দ্রের তরফে মেটানো হচ্ছে না৷ এই অভিযোগ বারবার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রয়োজন পড়লে দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷ পাল্টা কেন্দ্রের যুক্তি ছিল প্রকল্প গুলিতে প্রধানমন্ত্রীর নাম সরতেই টাকা দেওয়া হবে না৷ সেবিষয় নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে মমতার। আলোচনায় উঠে আসতে পারে বকেয়া জিএসটির কথাও৷

এই মুহুর্তে শিক্ষক দুর্নীতি নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল৷ রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই মুহুর্তে ইডির হেফাজতে। একের পর এক তৃণমূল বিধায়কদের এই ঘটনায় নাম জড়াতে শুরু করেছে৷ এখানেই শেষ নয়, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২১ কোটির অধিক টাকা, সোনা, বিদেশী মুদ্রা এবং একাধিক জমির দলিল৷ তদন্ত করতে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে ইডি৷ এরই মধ্যে মোদির সঙ্গে মমতার বৈঠকের জল্পনা দেখা দিতেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে৷

আগামী ৭ অগাস্ট নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠক৷ গত বছর এই বৈঠকে যোগদান করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার সেই বৈঠকে উপস্থিত হতে পারেন তিনি৷ তার জন্য ৬ অগাস্ট উপস্থিত হবেন রাজধানী দিল্লিতে৷