HomeUncategorizedMISSION PARLIAMENT: মমতার নেতৃত্বে রাজধানীতে হোমওয়ার্ক তৃণমূল সাংসদের

MISSION PARLIAMENT: মমতার নেতৃত্বে রাজধানীতে হোমওয়ার্ক তৃণমূল সাংসদের

- Advertisement -

নিউজ ডেস্ক: ২০২১ বিধানসভা ভোটে বাংলায় মোদী-শাহ অ্যান্ড কোম্পানিকে ধরাশায়ী করে তৃণমূল কংগ্রেসের এখন লক্ষ্য নয়াদিল্লি৷ আর সেই লক্ষ্যপূরণেই রাজধানীর রাজনীতির ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেস৷ জাতীয় রাজনৈতিক স্তরে বিজেপিকে ঠেকাতে কার্যত ব্যর্থ সোনিয়া-রাহুলের কংগ্রেস৷ বাংলায় ব্যাপক জয়ের পর এখন কাশ্মীর থেকে কন্যাকুমারিকা তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই৷ তাই মমতার এবারের মমতার দিল্লি সফরকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে রাজনৈতিক মহল৷ গত কয়েকদিন নয়াদিল্লিকে মমতার ঠাসা কর্মসূচি বেশ গুরুত্ব পেয়েছে৷

মঙ্গলবার রাজধানীতে সুখেন্দুশেখর রায়ের বাড়িতে তৃণমূল সাংসদের বৈঠক হল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সংসদীয় বৈঠক হয়। এই বৈঠকের মূলত আগামিদিনের ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে। ২০২৪ লোকসভা নির্বাচন এখন পাখির চোখ তৃণমূলের কাছে। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস।

   

তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে এই বৈঠকে বিজেপি বিরোধী বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। আগামিদিনে সংসদে বিজেপির বিরুদ্ধে কোন কোন ইস্যু তৃণমূল সাংসদরা হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, সেই বিষয় নিয়ে রূপরেখা তৈরি করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর।

২১ জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি দলগুলিকে একজোট হওয়ার কথা বলেছিলেন। সেই লক্ষ্যেই৷ ইতিমধ্যেই জাতীয়স্তরে মমতার পাশে থাকার আশ্বাস দিয়েছে সিপিএম নেতা বিমান বসু৷ এনিয়ে বাংলার রাজনীতির ময়দানে বেশ শোরগোল পড়েছে৷ এদিকে, বুধবার বিকেলে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের রাজনীতির ক্ষেত্রে মমতা-সোনিয়ার এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই বৈঠকের আগে দলের সাংসদদের সঙ্গে বিস্তারিত আলোচনায় বসেছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular