যুদ্ধের মাঝেই দায়িত্ব থেকে সরছেন পুতিন

ক্রেমলিন থেকে সরছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন! পশ্চিমি মিডিয়ার দাবি, আশ্চর্যের হলেও এটাই সত্যি। মস্কো থেকে পাওয়া রিপোর্টই বলছে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে বাধ্য হচ্ছেন…

Vladimir Putin

ক্রেমলিন থেকে সরছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন! পশ্চিমি মিডিয়ার দাবি, আশ্চর্যের হলেও এটাই সত্যি। মস্কো থেকে পাওয়া রিপোর্টই বলছে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে বাধ্য হচ্ছেন মাচোম্যান পুতিন। প্রশ্ন উঠছে, আচমকা কী এমন হল যে, রাশিয়ার একচ্ছত্র ক্ষমতা ছেড়ে দিচ্ছেন তিনি!

Advertisements

ইউক্রেনের সঙ্গে পুরোদমে যুদ্ধ চলছে, যার মূল কাণ্ডারি তিনি। অথচ মাঝপথেই কেন তাঁর এই অবসর! রিপোর্ট বলছে, তিনি পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত। তাই অস্ত্রোপচার এবং পরবর্তী চিকিৎসার জন্যই বিরতি নিচ্ছেন তিনি। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলের দাবি, পুতিন সরলে যুদ্ধের ভার পাবেন প্রাক্তন এফএসবি প্রধান নিকোলাই পাত্রুশেভ। তাঁকে পুতিনই মনোনীত করেছেন। যদিও ক্রেমলিন জানাচ্ছে, খানিক সুস্থ হওয়ার পরেই ফের স্বমহিমায় তখতে ফিরবেন পুতিন। অবশ্য পাত্রুশেভের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি বেশ অবাক করেছে রাজনৈতিক মহলকে। কারণ, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ক্ষমতা পাওয়ার কথা প্রধানমন্ত্রীর।