Mexico Bar Attack: রক্তাক্ত উত্তর আমেরিকা মহাদেশ, টেক্সাসের পর এবার মেক্সিকোয় গণহত্যা

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের প্রাথমিক বিদ্যালয়ে গুলি করে শিশু পড়ুয়াদের গুলি করে খুনের ঘটনায় বিশ্ব শিহরিত। এবার রক্তাক্ত হলো উত্তর আমেরিকা মহাদেশের অপর দেশ মেক্সিকো। এ…

Mexico Bar Attack: রক্তাক্ত উত্তর আমেরিকা মহাদেশ, টেক্সাসের পর এবার মেক্সিকোয় গণহত্যা

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের প্রাথমিক বিদ্যালয়ে গুলি করে শিশু পড়ুয়াদের গুলি করে খুনের ঘটনায় বিশ্ব শিহরিত। এবার রক্তাক্ত হলো উত্তর আমেরিকা মহাদেশের অপর দেশ মেক্সিকো। এ দেশের দুটি পানশালায় ও একটি হোটেলে বন্দুকধারীর হামলায় (Mexico Bar Attack) কমপক্ষে ১১ জন মৃত বলে জানা যাচ্ছে।

বিবিসির খবর, মেক্সিকোর সিলায়া শহরে এই হামলা হয়েছে। নিহত ১১ জনের মধ্যে আটজন মহিলা এবং তিনজন পুরুষ। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

স্থানীয়রা জানান, একদল হামলাকারী নির্বিচারে খুনের পর আগুন ধরায়। মৃতদেহগুলো প্লাস্টিকের টেবিল ও চেয়ারের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে ছিল এবং একজন ফুটপাতে পড়েছিল।

Advertisements

বিবিসি বলছে, মেক্সিকোর গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প অঞ্চল। এখানে একটি তেল শোধনাগার এবং একটি গুরুত্বপূর্ণ জ্বালানি পাইপলাইন রয়েছে। কিন্তু সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামে দুটি স্থানীয় গোষ্ঠীর পরস্পর সংঘর্ষে সিলায়া শহর বারবার উত্তপ্ত হয়। এই দুই গোষ্ঠি মাদক ও চোরাই জ্বালানি পাচারের রুট নিয়ন্ত্রণের জন্য একে অপরের সঙ্গে লড়াই করছে।