SSC Scam: জেরায় জেরবার পার্থ, উপদেষ্টা কমিটি কার নিয়ন্ত্রণে জানতে মরিয়া সিবিআই

নিজাম প্যালেসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেরা চলছে। এদিন ১০ টা ৫০ নাগাদ নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে উপস্থিত হন তিনি। সকালে নিজের বাড়িতে আইনজীবীদের সঙ্গে…

Partha Chatterjee avoided multiple questions during the CBI interrogation

নিজাম প্যালেসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেরা চলছে। এদিন ১০ টা ৫০ নাগাদ নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে উপস্থিত হন তিনি। সকালে নিজের বাড়িতে আইনজীবীদের সঙ্গে পরামর্শ নেন।

সিবিআই সূত্রে খবর, এসএসসির নিয়োগে যে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল তার নেতৃত্বে ছিলেন শান্তিপ্রসাদ সিনহা। সেই কমিটিকে বেআইনি বলে ঘোষণা করে কলকাতা হাই কোর্ট। সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ। তিনিই এই কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন। সেই বিষয়েই জিজ্ঞসাবাদের জন্য পার্থকে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিনেও একই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। তারা আধিকারিকরা জানতে চান কেন পার্থ চট্টোপাধ্যায় দাবি করছেন এই কমিটির ওপর তাঁর নিয়ন্ত্রণ ছিল না, তখন তিনি তো শিক্ষামন্ত্রী ছিলেন। সিবিআই জানতে চায় তাহলে কারা কমিটি নিয়ন্ত্রণ করছিল?

সিবিআই আধিকারিকদের দাবি, যেহেতু শিক্ষামন্ত্রী পদে তিনিই ছিলেন। তাই যে সমস্ত নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠে আসছে তার জন্য দায়ি তিনি। বাইরে থেকে কেউ পরামর্শ দিচ্ছিল সেটাই খুঁজে বের করতে চায় সিবিআই।

ইতিমধ্যেই সিবিআইয়ের হেফাজতের হাত থেকে বাঁচার জন্য রক্ষাকবচ চেয়ে আবেদনও করেছিলেন পার্থ। কিন্তু আদালত তাঁকে রক্ষাকবচ দেয়নি। এর পর তলব করা হলে সিবিআই দফতরে হাজিরাও দেন পার্থ।

গত সপ্তাহে যখন পার্থ চট্টোপয়াধ্যায়কে তলব করা হয়েছিল তখন তার বক্তব্যে একাধিক অসঙ্গতি দেখা দিয়েছিল। সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করতে চায় সিবিআই আধিকারিকরা।

সিবিআইয়ের তরফে মনে করা হচ্ছে, স্কুল সার্ভিস কমিশনের আর্থিক দুর্নীতি মামলায় বিপুল অঙ্কের লেনদেন হয়েছে। সেই বিপুল অঙ্কের অর্থ কার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে, সেটাই খুঁজে বের করার চেষ্টা করবে সিবিআই৷ ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তি এবং আয়কর রিটার্নের ফাইল চেয়ে পাঠিয়েছেন সিবিআই আধিকারিকরা৷ এমনকি তথ্য যাচাই করার জন্য আয়কর বিভাগের কাছ থেকেও চাওয়া হয়েছে ফাইল৷