Afghanistan: রমজানে ফের রক্তাক্ত আফগানিস্তান, পর পর বিস্ফোরণ

তালিবান জঙ্গি শাসিত আফগানিস্তানে তাদের প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট বিভিন্ন নাশকতায় জড়িত। দুই জঙ্গি গোষ্ঠীর মধ্যে শত্রুতা তীব্র। দ্বিতীয় দফায় আফগালিস্তানে শাসন ক্ষমতা দখন করার পর শত্রুতা আরও বেড়েছে। ফলে আসন্ন ঈদ যে রক্তাক্ত হবে তার আশঙ্কা আরও বাড়ল বৃহস্পতিবারের নাশকতায়।

আফগান সংবাদ মাধ্যমের খবর, বালখ, কাবুল ও কুন্দুজে পর পর বিস্ফোরণ হয়েছে। এই ধারাবাহিক নাশকতায় বাড়ছে মৃতের সংখ্যা।

   

উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের বিস্ফোরণ হয় মসজিদের কাছে। পালাতে থাকেন সবাই৷ বিস্ফোরণের জেরে মসজিদ এবং আশেপাশের দোকান ঘরগুলিরও ক্ষতি হয়৷

মঙ্গলবার নাশকতায় রক্তাক্ত হয়েছিল আফগানিস্তান। পশ্চিম কাবুলের মুমতাজ স্কুল চত্বর থেকে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। আরও একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিস্ফোরণ হয়। এর পর বৃহস্পতিবার ফের নাশকতা। তালিবান জঙ্গি শাসনে নাশকতা আরও বাড়বে বলেই আশঙ্কা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন