২১ জুলাইয়ে তৃণমূলে ভাঙন, বালুরঘাটে শক্ত হল বিজেপি

২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে শহর কলকাতায় লক্ষাধিক মানুষের ভিড়৷ বিজেপিকে জব্দ করতে দলের কর্মীদের ভোকাল টনিক দিচ্ছেন শীর্ষ নেতারা৷ এরই মধ্যে ভাঙন ধরল তৃণমূলে।…

২১ জুলাইয়ে তৃণমূলে ভাঙন, বালুরঘাটে শক্ত হল বিজেপি

২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে শহর কলকাতায় লক্ষাধিক মানুষের ভিড়৷ বিজেপিকে জব্দ করতে দলের কর্মীদের ভোকাল টনিক দিচ্ছেন শীর্ষ নেতারা৷ এরই মধ্যে ভাঙন ধরল তৃণমূলে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ৪০ জন যুবক।

বৃহস্পতিবার বালুরঘাট শহর মন্ডলে তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দেওয়া ৪০ জন কর্মীদের হাতে বিজেপি দলের পতাকা তুলে নিজেদের শক্তি বৃদ্ধি করেন দলিয় জেলা সভাপতি স্বরুপ চৌধুরী। যোগদান পর্বে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী সহ জেলা বিজেপি ও জেলা বিজেপির যুব মোর্চার অনান্য নেতৃবৃন্দ।

এদিন যোগদান প্রসঙ্গে বিধায়ক অশোক লাহিড়ী বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন গান ছিল “কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দীশালার ওই শিকল ভাঙা”। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু উন্নয়ন হয়নি৷ তাই যুব সমাজ বিজেপির কাজে উদ্বুদ্ধ হয়ে যোগদান করছে। আজ আমাদের কাছে এটা গর্বের দিনও৷ একজন আদিবাসী জনজাতি মহিলা আজ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হচ্ছেন। এতে বোঝা যাচ্ছে গণতন্ত্র এখনও অখুন্ন রয়েছে৷

Advertisements

যদিও এবিষয়ে মুখ খোলেনি তৃণমূল। কিন্তু জেলায় জেলায় যেভাবে তৃণমূল ছাড়ার পালা চলছে তাতে চিন্তায় শীর্ষ নেতৃত্ব। তাই একুশের মঞ্চ থেকেও বারবার সাবধান করেছেন দলের নেতাদের৷ সকলকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের নির্দেশকে শিরোধার্য করে পঞ্চায়েত নির্বাচনে বাজিমাত করবে তৃণমূল? সেটাই দেখার৷