বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফরের আগেই তৃণমূল থেকে বিজেপিতে যোগদান হলো। দিনহাটায় বিজেপির ভরাডুবির মধ্যেও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন কাউন্সিলর জয়দীপ ঘোষ। তৃণমূল কনভেনশন বিধায়ক উদয়ন গুহের ছায়াসঙ্গী বলেই পরিচিত তিনি। এদিন প্রায় পাঁচ শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেন তিনি।
মঙ্গলবার কোচবিহার জেলা বিজেপি পার্টি অফিসে হই হই কান্ড। জেলা বিজেপির সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে-র হাত ধরে বিজেপিতে যোগদান করেন তৃণমূল সমর্থকরা।
দিনহাটায় বিপুল সংখ্যক তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করায় শাসক দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বিজেপি।
গত বিধানসভার উপনির্বাচনের পর থেকে বিজেপির সাংগঠনিক শক্তির ভরাডুবি হয়েছিল। এরপর পুর নির্বাচনে তাঁরা ভোট বয়কট করতেও বাধ্য হয়েছিলেন। এমত অবস্থায় দিনহাটা বিজেপির সাংগঠনিক শক্তি একেবারে দুর্বল হয়ে পড়ে। সেখান থেকে নতুন করে দিনহাটা থেকে একবারে এত জন তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করায় সাংগঠনিক শক্তি অনেকটা বৃদ্ধি পাবে বলে মনে করছেন জেলার বিজেপি নেতারা।
এবিষয়ে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন “আগামীতে আরও চমক রয়েছে।”
উল্লেখ্য, জয়দীপ ঘোষ প্রাক্তন দিনহাটা পৌরসভার কাউন্সিলর তথা উদয়ন গুহ ছায়াসঙ্গী নামে পরিচিত। পুরনির্বাচনের পর থেকে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। তার পরেই তিনি এদিন বিজেপিতে যোগদান করলেন।
বিজেপিতে যোগদানের পর জয়দীপ ঘোষ বলেন- “একসময় উদয়ন গুহ র সঙ্গে থেকে যে ভুল করেছি সেজন্য মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব। আগামী দিনে নেতৃত্বদের কথার মত বিজেপির হয়ে কাজ করব”।