বছরের প্রথম দিনে ভয়াবহ বিস্ফোরণ কাবুলে (Kabul)। তালিবান জঙ্গিদের শাসনে ইসলামিক স্টেট জঙ্গিদের হানা বলেই মনে করা হচ্ছে। নিহতের সংখ্যা বাড়ছে।
বিবিসি জানাচ্ছে কাবুলের একটি সামরিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তালিবান রক্ষীদের ঘেরাটোপে থাকা বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এলাকাটি সিল করা হয়েছে। সকল রাস্তা বন্ধ করা হয়েছে
গত মাসে আইএস জঙ্গিরা কাবুলে চিনা নাগরিকদের লক্ষ্য করে কাছে জনপ্রিয় একটি হোটেলে হামলা চালায়। এতে পাঁচ চিনা নাগরিক জখম হন।
Advertisements