মহেশ্বর থেকে পাহারের ওপরে মান্ডু মাত্র ৪৫ কিলোমিটার। বিন্ধ্যা পর্বতের বুকে রোম্যান্টিক স্পট মন্ডু (mandu)। মুঘল সম্রাটের প্রিয় বর্ষা যাপনের জায়গা। সম্রাট জাহাঙ্গীর মান্ডুর নামকরণ করেন আনন্দনগরী। বাজবাহাদুর ও রূপমতীর প্রেমকাহিনি ইতিহাসে মান্ডুকে অমর করে রেখেছে। খাজুরাহোর মতো নানা ভাগে বিভক্ত মান্ডুর প্রধান দেখার জায়গাগুলি। তবে সবই কাছাকাছি ও সুবিন্যস্ত।
কী কী দেখবেন:
সেন্ট্রাল গ্রুপে মূল দেখার জায়গাগুলি হল- আসরফি মহল, জামা মসজিদ ও হোসেন সাহের সমাধি। রয়্যাল এনক্লেভে প্রধান দর্শনীয় স্থান জাহাজমহল। পূর্নিমার রাতে জাহাজমহলের সৌন্দর্য অসাধারণ। এছাড়াও দেখবেন হিন্দোল মহল, চম্পা বাউড়ি, মকবরা, জলমহল ইত্যাদি। রেওয়া কুন্ডু গ্রুপে রয়েছে রূপমতী প্যাভেলিয়ন ও রাজবাহাদুরের প্রসাদ। স্থাপত্যকীর্তির মতো মনোরম মন্ডুর প্রকৃতি। এছাড়া বিন্ধ্য পর্বতের সানসেট পয়েন্ট। যেখানেই থাকুন বিকালে এখানে হাজির হতে হবে।
কোথায় থাকবেন:
মধ্যপ্রদেশের পর্যটনের হোটেল মালওয়া রিসর্ট ( ০৭২৯২-২৬৩২৩৫) ৩,৮৮২ টাকা থেকে। মালওয়া রিট্রিট ( ০৭২৯২-২৬৩২১ ) ভাড়া ১,৭৮০ টাকা।
খাওয়া দাওয়া:
বাওবাব জুস আর নিম্বু পানি এখানে বেশ জনপ্রিয়।