Birbhum:ভাইপোকে বাঁচাতে তৃণমূলের সব বদগুলোকে বলির পাঁঠা করছেন মমতা: সেলিম

বীরভূমে (Birbhum) তৃণমূল (TMC) ছেড়ে তিনশোর বেশি সমর্থক সিপিআইএমে (CPIM) যোগ দিয়েছেন বলে দাবি করল দলটির জেলা কমিটি। মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে মাড়গ্রামের জনসভায় ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক (Md Salim) মহম্মদ সেলিম। সেখানেই তিনি বলেন,ভাইপোকে বাঁচাতে তৃণমূলের সব বদগুলোকে বলির পাঁঠা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলিম কটাক্ষ করেন মমতাকে। তিনি বলেন, কালীঘাটের মা কালী সব বদ গুলোর মুণ্ড না নিয়ে খান্ত হবেন না। সল্টলেকে আন্দোলনরত টেট চাকরি প্রার্থীদের পাশে রয়েছেন বলেও জানিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক।

   

বীরভূমের মাড়গ্রামের জনসভা থেকে সেলিমের মন্তব্য, এদের পঞ্চায়েত নির্বাচনে জুতো মেরে তাড়াতে হবে। পরিষ্কার কথা। এখন বোঝা যাচ্ছে তৃণমূলের নেতারা ডুবে ডুবে জল খেত না? এবার তাঁদের ডুবিয়ে দিতে হবে। যেন আর না ভেসে উঠতে পারে। আজকে যদি কেউ মনে করে কাস্তের শানটায় ভোঁতা হয়ে গেছে, লুঠের রাজত্ব চালাবে, তাহলে আমরা ভাইয়েদের বলব কাস্তেটায় ভালো করে শান দিয়ে রাখুন। তাতে শানও বাঁচবে। মানও বাঁচবে। 

তিনি আরও বলেন, রাজ্যজুড়ে গণতন্ত্রকে নিধন করা হয়েছে। মানুষের ঐক্য ভেঙেছে। কিন্তু মানুষ পুনরায় ঐক্যবদ্ধ হয়েছে। আর তাঁদের ঐক্য ভাঙা যাবে না। বিভিন্ন চাকরির ক্ষেত্রে ঐক্য ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু এখন তা হবে না। চাকরিপ্রার্থীরা রাস্তায় নেমেছেন। তাঁদের হকের চাকরির দাবিতে আমরাও তাঁদের পাশে থেকে সাহায্য করে যাচ্ছি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন