অপরাধীদের গায়ে হাত দেওয়ার হিম্মত নেই মমতা সরকারের পুলিশের: দিলীপ ঘোষ

Dilip Ghosh addressing a political rally

দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রাতঃভ্রমণ মানেই রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র মন্তব্য। রবিবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে তার অন্যথা হল না।

রহড়া বিস্ফোরণ কাণ্ড প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, সংবাদ মাধ্যমে দেখা যায় রোজ কোথাও না কোথাও গুলি চলছে বা বোমা বিস্ফোরণ হচ্ছে। কোথায় আমরা আছি! কেন এ রকম হয়ে যাচ্ছে? পুলিশ কেন হাত গুটিয়ে বসে আছে? যদিও অপরাধীরা এখন পার্টির নেতা হয়ে গেছে, পুলিশের হিম্মত নেই তাদের গায়ে হাত দেওয়ার।

   

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রাজ্যকে বাংলার মত বানাতে চাইছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, যে রাজ্যে ঘরের ভেতরে প্রায় ১০ জনকে আটকে রেখে পুড়িয়ে মারা হয়, যে রাজ্যে নাবালিকাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়, সে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ঠিক কী অবস্থায় রয়েছে তা গোটা দেশের জানা উচিত। আর তাতে বাংলার বদনাম হয়নি আর অমিত শাহ বললেই বাংলার বদনাম হয়ে যাবে!

তিনি আরও জানিয়েছেন, তেলেঙ্গানাতে যেহেতু বিজেপি শক্তিশালী হয়েছে, সেহেতু হায়দরাবাদ বিজেপির উপর অত্যাচার শুরু হয়ে গিয়েছে। সঞ্জয় কুমার যিনি ওখানকার প্রেসিডেন্ট আছেন বিজেপির এবং এমপি, পার্টি অফিসের গ্রিল কেটে গ্যাস কাটার দিয়ে তাঁকে ওখান থেকে গ্রেফতার করা হয়েছে আর অত্যাচার করা হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই হায়দরাবাদের পরিস্থিতির সঙ্গে এখানকার পরিস্থিতি সাথে তুলনা করেছেন অমিত শাহ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন