শূন্য তৃণমূলের ভোট কৌশল ঠিক করতে মমতার ত্রিপুরা অভিযান

বাংলাভাষী অপর রাজ্য ত্রিপুরায় (Tripura) গত পুরভোটে প্রচার ঝড় তুলেও শূন্য পেতে হয়েছে (TMC) তৃণমূল কংগ্রেসকে। চিন্তিত (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচন…

Chief Minister Mamata Banerjee

বাংলাভাষী অপর রাজ্য ত্রিপুরায় (Tripura) গত পুরভোটে প্রচার ঝড় তুলেও শূন্য পেতে হয়েছে (TMC) তৃণমূল কংগ্রেসকে। চিন্তিত (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচন উপলক্ষে চলতি মাসের শেষে ত্রিপুরা অভিযান শুরু করছেন তৃণমূল সুপ্রিমো। জানা যাচ্ছে প্রথমে অভিষেক যাবেন। তারপরই যাবেন মমতা।

পশ্চিমবঙ্গের তৃতীয়বার সরকার চালাচ্ছে তৃণমূল। তবে তৃণমূলের লক্ষ্য বাংলাভাষী প্রধান রাজ্য ত্রিপুরা। যদিও সেখানে তেমন কোনও ফলাফল তাদের কাছে নেই।

ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের হয়ে সাংগঠনিক দায়িত্বে আছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি আবার দলেরই একাংশের কাছে গদ্দার (বেইমান) বলে পরিচিত। পশ্চিমবঙ্গে গত বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব। পরে তিনি তৃণমূলে ফিরে আসেন। বিতর্ক থেকে দূরে রাখতে ত্রিপুরায় পাঠানো হয় রাজীবকে।

ত্রিপুরা প্রদেশ তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। জানুয়ারি মাসের শেষ দিকেই ত্রিপুরায় ভোট প্রচার করবেন তিনি। তাঁর জনসভার জন্য তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে।

এদিকে আগামী সপ্তাহেই ত্রিপুরা বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে বলেই জানা যাচ্ছে। গত বিধানসভা ভোটে এ রাজ্যে টানা ২৫ বছরের বামফ্রন্ট শাসনের পতন হয়। সরকার গড়ে বিজেপি জোট। সিপিআইএম এ রাজ্যে প্রধান বিরোধী দল।

বিধানসভা ভোটে বিজেপি বিরোধী ভোটকে একত্রিত করতে কংগ্রেসের সাথে আসন সমঝোতা করেছে সিপিআইএম। তবে এই আসন সমঝোতা বা অলিখিত জোট থেকে তৃণমূলকে দূরে রাখা হয়েছে। ত্রিপুরা সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী ও কংগ্রেসের পর্যবেক্ষক ড.অজয় কুমার কেউই তৃণমূলকে পাত্তা দেননি। শাসক বিজেপির তরফে বলা হয়েছে, লড়াই সরাসরি সিপিআইএমের সাথে হবে।