Sunday, December 7, 2025
HomeUncategorizedTips: কয়েক মিনিটে বাসন করে তুলুন ঝকঝকে

Tips: কয়েক মিনিটে বাসন করে তুলুন ঝকঝকে

- Advertisement -

রান্নাঘরের বাসনপত্র যা আছে তাকে ঝকঝকে করে তুলতে হবে। কিন্তু সময়ের বড় অভাব। নো চিন্তা মাত্র কয়েক মিনিটেই বাসন হয়ে উঠবে ঝকঝকে তকতকে। আপনার হাতের কাছেই এমন কতগুলি উপকরণ আছে, যা দিয়ে আপনি অনায়াসেই বাসনপত্র ঝকঝকে ও সুন্দর করে তুলতে পারেন।তাহলে আর দেরি কেন? জেনে নেওয়া যাক কিভাবে করবেন নোংরা জেদি বাসন পরিস্কার।

  • চাল ধোয়ার জল আমরা কেউই রেখে দিই না। ওই জলে এবার স্টিলের বা কাঁচের বাসন ধুয়ে নিন। দেখুন কেমন পরিচ্ছন্ন লাগবে।
  • বোন চায়নার বাসনের দাগ তুলতে হলে নেক-রিমুভার তুলোয় নিয়ে মুছলেই দাগ উঠে যাবে।
  • বাসনপত্র ধোয়ার পরে তা ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে রাখার অভ্যাস করুন। তাহলে বাসনপত্র অনেকদিন ঝকঝকে থাকবে।
  • রুপোর থালা অনেকদিন ব্যবহার না করলে দাগ পড়ে যায়। এতে দাঁত মাজার পেস্ট লাগিয়ে রাখুন, দাগ চলে যাবে।
  • চা বা কফি যে কাপে খান তা রোজ ব্যবহার করতে করতে দাগ ধরে যায়। এর থেকে মুক্তি দেবে নুন। সামান্য নুন-জলে এই কাপগুলো ডুবিয়ে রাখলে পরিষ্কার হয়ে যায়।
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular