Local Train: দোলের দিন বেরোনোর আগে সাবধান! শিয়ালদহ মেন লাইনে বাতিল বহু ট্রেন

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে সোমবার ২৫ মার্চ শিয়ালদহ মেন লাইনে বাতিল থাকবে ৯৪টি লোকাল ট্রেন ( Local Train)। দোল উপলক্ষে এই ট্রেনগুলো বাতিল ঘোষণা…

Local Train: দোলের দিন বেরোনোর আগে সাবধান! শিয়ালদহ মেন লাইনে বাতিল বহু ট্রেন

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে সোমবার ২৫ মার্চ শিয়ালদহ মেন লাইনে বাতিল থাকবে ৯৪টি লোকাল ট্রেন ( Local Train)। দোল উপলক্ষে এই ট্রেনগুলো বাতিল ঘোষণা করা হয়েছে…….

পূর্ব রেলের মতে দোলের দিন এমনিতেই অনেক সরকারী অফিস বন্ধ থাকে। বেসরকারী অফিস, দোকান, রেস্তোরাঁ বন্ধ থাকে বলে ট্রেনের যাত্রীর সংখ্যা অতি নগন্য । তাই বেশ কিছু ট্রেন (Local Train) বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় আছে শিয়ালদা-বর্ধমান লোকাল, শিয়ালদা-রানাঘাট লোকাল, শিয়ালদা-শান্তিপুর লোকাল, শিয়ালদা-ব্যারাকপুর লোকাল, শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল, শিয়ালদা-নৈহাটি লোকালের মতো শাখার লোকাল ট্রেন।

তবে এক নিত্যযাত্রী যিনি জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত তাঁর কথায় , ” ৯৪টি লোকাল ট্রেন (Local Train) বাতিল করে কী লাভ ? জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের কথা ভাবে না এরা ?””

Advertisements

আবার অন্যদিকে ট্র্যাফিক ব্লকের জন্য রবিবার হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান শাখার বর্ধমান স্টেশন চত্বরে ডাউন মেন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেজন্য রবিবার হাওড়া-বর্ধমান শাখা এবং শিয়ালদা-বর্ধমান শাখায় ১৪টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

রবিবার এবং সোমবার বাইরে বেরনোর আগে অবশ্যই দেখে নেবেন বাতিল হওয়া ট্রেনের তালিকা। পূর্ব রেলের সরকারী ওয়েবসাইটে এই বিষয়ে যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হয়েছে।