UK: ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে হারলেন ইনফোসিস ‘জামাইবাবু’ ঋষি সুনক

ব্রিটেনের (UK) প্রধানমন্ত্রী হওয়ার লড়াইতে শেষ ধাপে এসে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক (Rishi Sunak) তিনি ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাতা। কনজারভেটিভ পার্টির তরফে এবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন লিস ট্রাস (Liz Truss)। তাৎপর্যপূর্ণ, লিজ অপসারিত বরিস জনসনের সমর্থিত প্রার্থী।

Advertisements

করোনা সংক্রমণের সময় লকডাউন চলাকালীন নিয়ম ভেঙে মদ্যপানের পার্টির আয়োজন করে কুর্সি হারান জনসন। এই বেআইনি পার্টির পর্দা ফাঁস হতেই ক্ষমতাশীন কনজারভেটিভ পার্টি পরবর্তী প্রধানমন্ত্রী পদের জন্য অভ্যন্তরীণ ভোটাভুটির পথে যায়। এই লড়াইতে ঋষি সুনক ছিলেন সর্বাধিক আলোচিত। তিনি ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় আলোচনার শীর্ষে থাকেন। কোনও ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্রিটেনের প্রধানত হচ্ছে বলে প্রচার ছিল তুঙ্গে।

   
Advertisements

অবশেষে ঋষি সুনক প্রধানমন্ত্রীর দৌড়ে ৪৭ বছর বয়সী লিস ট্রাসের কাছে পরাজিত হন। এই নির্বাচনে লিজ ১ লক্ষ ৬০ হাজারের বেশি সদস্যের ভোট পেয়েছেন।