লালে সম্মোহিত হোক ভালবাসা

”সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে এফ সি বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্মান করিয়ে দেবো চন্দন জলে।ভালোবাসলে…

”সেদিন ছিল পাহাড়টার জন্মদিন।
পাহাড় মেঘকে এফ সি বললে
আজ তুমি লাল শাড়ি পরে আসবে।
মেঘ পাহাড়কে বললে
আজ তোমাকে স্মান করিয়ে দেবো চন্দন জলে।ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ।…”

পূর্ণেন্দু পত্রীর লেখায় মেঘ-পাহাড়ের ভালবাসাটা এমনই ছিল। মেঘকে লাল শাড়িতে দেখতে চেয়েছিল পাহাড়। লালই তো ভালবাসার রঙ। লাল এক এবং অনেকের অস্তিত্ব ধারণ করে ছুটে চলে শিরায় শিরায়।

নিঃস্ব প্রেমিকের বুকপকেটে লাল-চিরকুটের কাছে মূল্যহীন হয়ে পড়ে রত্ন-মণি-মুক্তো। বছরের এই সময়টায়।ভ্যালেন্টাইন্স ডে’র আগে ভালবাসার লালেই তো সাজবে শহর। লাল বেলুন, লাল গোলাপের পাপড়িতে ধরা থাকবে চিরন্তন এক আবেগ…আদি-অকৃত্রিম প্রেম। শরীরিক আর মানসিক সত্ত্বার সবটুকু অধিকার বুঝে নেবে সে…লালের পরশে।

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে লন্ডনের ফ্যাশন ব্র্যান্ড মায়োসূত্রা নিয়ে এল নতুন সম্ভার। এক এমন এক্সক্লুসিভ ডিজাইন যা আপনার মনের মানুষটির হৃদস্পন্দন বাড়িয়ে দেবে। লাল সিক্যুইন শাড়ির গ্ল্যামারাস, সম্মোহক আবেদনের আগুনে পুড়বেই পুরুষ হৃদয়। ভালবাসার রঙ দাগ রেখে যাবে মনে।এক অদ্বিতীয় স্টাইল স্টেটমেন্টে।ফ্যাশন ব্র্যান্ড মায়সূত্রার কর্ণধার রোশনি মুখোপাধ্যায় বলেন – ”ইতিহাস সাক্ষী।ভালবাসা,অনুরাগ,যৌন চেতনার উদযাপন হয়েছে লালেই।গ্রীক, হিব্রু ইতিহাসে লাল ভালবাসার প্রতীক। ত্রয়োদশ শতকের সেই বিখ্যাত ফরাসি কবিতা ‘দ্য রোম্যান্স অফ দ্য রোজ’-এর কথাই ধরুন, সেখানেও কবি খোঁজেন একটি লাল গোলাপ। সেই গোলাপ তাঁর ভালবাসার নারীর প্রতীক। মায়োসূত্রার ভ্যালেন্টাইন্স ডে সিক্যুইন শাড়িতে তেমনই এক লাল গোলাপ হয়ে উঠুন আপনিও। ভালবাসার জন্য, আপনার প্রিয়তম মানুষটির জন্য।”