পঞ্চায়েতে সংখ্যালঘু ভোটের দিকে বিশেষ নজর বাম শিবিরের

minority Left Front bengal

নির্বাচনের নির্ঘন্ট এখনও ঘোষণা হয়নি৷ কিন্তু নির্বাচনের (Panchayat elections) তোড়জোড় এখন থেকেই শুরু করেছে সমস্ত দলগুলি৷ ভোট শতাংশে তৃণমূল এগিয়ে থাকলেও বিশেষ নজরে বাম ও বিজেপি। কারণ, দুই দলের পারফরম্যান্স নির্ধারিত করবে বঙ্গ রাজনীতির বিরোধী আসনের ভবিষ্যত৷

লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচন অনেকটা লিটমাস টেস্টের মতোই। বিধানসভায় শূন্য হয়ে যাওয়া বামেরা যেভাবে কামব্যাক করেছে, তাতে ঘুম উড়েছে পদ্ম শিবিরের। সম্প্রতি মুরলীধর সেন লেনে বসে আলিমুদ্দিনের খবর নিয়েছেন অমিত শাহ৷ বিজেপির অন্দরের খবর লিক হতেই মুচকি হাসছে আলিমুদ্দিন৷ বিধানসভায় বিরোধী আসনে বিজেপি থাকলেও, এখন বিরোধী পক্ষের লাগাম রয়েছে বামেদের হাতেই!

   

গত পুরসভা ও উপনির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে আসতে দেখা গেছে বামেদের। কিন্তু এখান থেকে রাজ্য রাজনীতির ভবিষ্যত নির্ধারণ এত সহজ হবে না বলেই মনে করছেন বাম শীর্ষ নেতৃত্ব। পঞ্চায়েত ভোট তাঁদের কাছে বিরাট পরীক্ষার সমান। সেখানেই বঙ্গ রাজনীতির অন্যতম ভোটব্যাঙ্ক সংখ্যালঘুদের ওপরেই নজর পড়েছে তাঁদের।

কারণ, বঙ্গ রাজনীতিতে সংখ্যালঘু ভোট বিরাট ফ্যাক্টর। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটব্যাঙ্কের ওপরেই বিশেষ নজর দিয়েছিলেন৷ কিন্তু বাংলায় রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। তৃণমূলের গোষ্ঠীকোন্দল এবং বিজেপির উত্থানের পরেই সংখ্যালঘু ভোটে থাবা বসিয়েছে বামেরা। উদাহরণ হিসেবে বালিগঞ্জ বিধানসভা আসনটিতে বিরাট ফ্যাক্টর সংখ্যালঘুরাই৷ সেই আসনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছিলেন বাম প্রার্থী শায়রা শাহ হালিম৷

রাজনৈতিক মহলের ধারণা, মুখে সংখ্যালঘু ভোটের কথা বলে বিতর্ক বাড়াতে চায় না বামেরা। কিন্তু দূর থেকে নজর রাখতে চাইছে আলিমুদ্দিন। শুধুমাত্র সংখ্যালঘু নয়, বিজেপির ভোটের দিকেও চিল নজর বামেদের৷ পঞ্চায়েত নির্বাচনে কতটা পালে হাওয়া ধরাতে পারবে বামেরা? উত্তর দেবে সময়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন