ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে দ্রুত ছাড়তে ভারতীয়দের নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। কিয়েভে রাশিয়ার তীব্র আক্রমণের (Ukraine War) আশঙ্কা থেকেই এমন নির্দেশ।
কিয়েভ থেকে দ্রুত চিনা নাগরিকদের সরাচ্ছে সেদেশের সরকার। চিনা সংবাদ সংস্থা জিনহুয়া দিচ্ছে এই খবর।
বিবিসি জানাচ্ছে, বিশাল রুশ সেনা বহর এগিয়ে আসছে ইউক্রেন রাজধানীর দিকে। তুমুল সংঘর্ষে রক্তাক্ত পরিস্থিতি হবে কিয়েভে।
ইউক্রেনের ভারতীয় দূতাবাস থেকে দেওয়া সর্বশেষ নির্দেশে বলা হয়েছে, রাজধানী কিয়েভে অবস্থান করা ভারতীয়দের আজকের মধ্যে সেখান থেকে সরে যেতে হবে। ট্রেন বা অন্য যে কোনও উপায়ে তাদের কিয়েভ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয়দের জন্য জারি করা হয়েছে উচ্চসতর্কতা।
ইউক্রেনের ভারতীয় দূতাবাস নাগরিকদের নিজের কাছে পাসপোর্ট, পর্যাপ্ত অর্থ ও প্রয়োজনীয় পোশাকও রাখার আহ্বান জানিয়েছে। এ ছাড়া আটকে পড়া ভারতীয়দের ফেরাতে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোরও সহায়তা চেয়েছে নয়াদিল্লি।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দেন। এরপর ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ধ্বংস করে বিভিন্ন বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। হামলা থেকে বাঁচতে ইউক্রেন থেকে পালাচ্ছে লাখো মানুষ। এরই মধ্যে বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা।
ইউক্রেনে হামলা চালানোর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিভিম্ন দেশ। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ান বিমান নিজেদের আকাশপথ নিষিদ্ধ করে। পাল্টা ব্যবস্থা পদক্ষেপ হিসেবে ব্রিটেন, জার্মানি, স্পেন, ইতালি, কানাডাসহ ৩৬টি দেশের এয়ারলাইনসের ফ্লাইট নিষিদ্ধ করে রাশিয়া।