পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে (Shahbaz Sharif) আর্ন্তজাতিক ভিখারী (international beggar) বলে কটাক্ষ করলেন ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের তরুণ নেতা ফাহিম খান।
সোমবার দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শাহবাজ। তবে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি টলমল করছে। এরইমধ্যে ফাহিম খানের পোস্ট করা একটি ভিডিও গোটা দেশে রীতিমতো আলোড়ন ফেলেছে। বিতর্কিত এই ভিডিওটি পাক সংসদের ভিতরে তোলা হয়েছে। ফাহিম নিজের মোবাইল ক্যামেরায় ওই ভিডিওটি রেকর্ডিং করেন।
ফাহিমের পোস্ট করা ওই ভিডিওতে দেখা গিয়েছে, ইমরানের দলের এই তরুণ সাংসদ প্রথমে ঘুরে ঘুরে সংসদ কক্ষের ভিতরটা দেখাচ্ছেন। সেখানেই তিনি বলেন, এই মুহূর্তে আমি পাকিস্তানের সংসদ কক্ষের ভিতরে দাঁড়িয়ে আছি। আমি এখন সকলকে একজন আন্তর্জাতিক ভিখারিকে দেখাতে চাই। যিনি এই দেশকে ভিখারি বলেছিলেন। কিন্তু আমরা ভিখারি নই। শাহবাজ শরিফ লোকটা আসলে একজন আন্তর্জাতিক ভিখারি।
ফাহিম নিজের টুইটার অ্যাকাউন্টে ওই ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গেই সেটি ভাইরাল হয়। ইমরানের সমর্থক ও নেটিজেনরা অনেকেই ফাহিমের এই সাহসিকতার উচ্চ প্রশংসা করেছেন।
পাক নাগরিকদের অনেকেই শাহবাজকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে চাইছেন না। নেটিজেনরা অনেকেই মন্তব্য করেছেন, দেশ ফের একবার এক মাফিয়ার হাতে চলে গেল। ইতিমধ্যেই পাকিস্তানেও স্লোগান উঠেছে চৌকিদার চোর হ্যায়।
পাক রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, সেনার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ফল পেয়েছেন শাহবাজ। সে কারণেই তিনি সহজেই ইমরানকে কুর্সি থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর পদ দখল করতে পেরেছেন।