SSC: ২৪ ঘণ্টার মধ্যে সুর বদলালেন কুণাল

এসএসসি দুর্নীতিকাণ্ড নিয়ে এবার উল্টো সুরে কথা বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুক্রবার কুণাল ঘোষ বলেছিলেন যে ব্রাত্য বসুর আমলে এসএসসিতে কোনও দুর্নীতি হয়নি। কোনও…

এসএসসি দুর্নীতিকাণ্ড নিয়ে এবার উল্টো সুরে কথা বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুক্রবার কুণাল ঘোষ বলেছিলেন যে ব্রাত্য বসুর আমলে এসএসসিতে কোনও দুর্নীতি হয়নি। কোনও প্রশ্ন থাকলে পার্থ চট্টোপাধ্যায়কে বলার পরামর্শ দিয়েছিলেন কুণাল।

যদিও ২৪ ঘণ্টার মধ্যে নিজের মন্তব্য পাল্টে এক সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, ‘ফিরহাদ হাকিম বড় নেতা, উনি যা বলেছেন ঠিক বলেছেন। আমি সরকারের কেউ নই, যে বিষয় নিয়ে কিছু জানি না তা নিয়ে বলতে পারব না। এসএসসিতে নিয়োগ দুর্নীতি নিয়ে দলের কারর ওপর কোনও দায় চাপাইনি। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার নানা বিষয়ে কথা হয়।’

সাম্প্রতিক সময়ে শিক্ষক নিয়োগ মামলায় নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা শুক্রবার হাইকোর্টে জানান, বিষয়টি তাঁকে দেখতে লিখিতভাবে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের অফিসার অন স্পেশ্যাল ডিউটি। এই ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করতে পিছ পা হয় না বিজেপি শিবির।

দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন,’তৃণমূলের গোটা দলটাই দুর্নীতিগ্রস্ত। পার্থ চট্টোপাধ্যায়কে বিচ্ছিন্ন করে হাত ধুয়ে ফেলার চেষ্টা করে লাভ নেই।’ সম্প্রতি নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

বলা হয়েছে, মামলাকারিরা সিবিআইয়ের কাছে তাঁদের নথি জমা দেবেন। এসপি সিনহাকে নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়ে আদালত জানায়, নিখাদ মিথ্যা কথা বলে আদালত কে ভুলপথে পরিচালনা করার চেষ্টা করেছেন এস পি সিনহা। প্রথম উপদেষ্টা কমিটির মিটিং হয়েছিল ১৮/১১/২০১৯ সালে। ভুল তথ্য দেওয়া হয়েছে। কারণ কোনও মিটিং হয়নি। আজই সিবিআই অফিসে গিয়ে আবেদনকারীরা যাবতীয় নথি তাঁরা জমা দেবেন।