Kolkata Derby: মেদিনীপুরে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল

Kolkata Derby

আগামী রবিবার কলকাতা ডার্বি (Kolkata Derby)। মুখোমুখি মোহনবাগান ইস্টবেঙ্গল। যদিও ম্যাচটা হবে কলকাতার বাইরে, মেদিনীপুরে। আগামী রবিবার মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে হতে চলেছে কলকাতা ডার্বি।

এই কলকাতা ডার্বি অবশ্য কোনও প্রতিযোগিতার জন্য নয়। প্রতিশ্রুতিমান এক ফুটবলারের স্মরণে হবে এই ম্যাচ। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের আয়োজক মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা। মূল উদ্যোক্তা প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ। ম্যাচের খবর প্রকাশ্যে পর থেকে মেদিনীপুর শহরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

   

মেদিনীপুরের প্রতিশ্রুতিমান ফুটবলার হিসেবে অল্প দিনেই নজর কেড়েছিলেন রাম ট্যান্ডন। কিছু দিন আগে প্রয়াত হয়েছেন তিনি। তাঁকে স্মরণ করেই মোহন ইস্ট ম্যাচের আয়োজন। দুই দলেই থাকবেন প্রাক্তন ফুটবলাররা। চমক হিসেবে নব তারকারা থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, ম্যাচে খেলতে দেখা যেতে পারে হীরা মন্ডলকে।

বৃহস্পতিবার থেকে টিকিট বিক্রি প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। টিকিটের দাম ৩০, ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা রাখা হতে পারে। এই ম্যাচ থেকে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হবে প্রয়াত ফুটবলারের পরিবারের হাতে। হীরা মণ্ডল ছাড়াও খেলতে আকর্ষণের কেন্দ্র বিন্দুতে থাকতে পারেন মহম্মদ রফিক, অর্ণব মণ্ডল, দেনসন দেবদাসরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন